০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`
রাজপথে মৃত্যুর হানা

মুয়াজ্জিনসহ ৬ জন নিহত

মুয়াজ্জিনসহ ৬ জন নিহত -

পৃথক সড়ক দুর্ঘটনায় একজন মুয়াজ্জিনসহ ৪ জেলায় ছয়জন নিহত হয়েছেন।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ময়লা মোড়ে শ্যামলী পাম্পের সামনে গতকাল সোমবার দুপুরে প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩৩-১৫০৮) ও দূরপাল্লার বাসের (ঢাকা মেট্রো ব-১৪-৮৬৪৯) সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলো- নাজিম উদ্দিন (৭০) তিনি সাভারের বলিয়ারপুরের মরহুম হাজী শাহামতের ছেলে; মজিবুর রহমান (৫৫) তিনি মরহুম আলেক ব্যাপারীর ছেলে ও মো: ইব্রাহীম (৫২) তিনি সাভারের বনগাঁওয়ের মরহুম হাবিবুল্লার ছেলে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রীর মধ্যে অপর দুইজন বলিয়ারপুরের মোহাম্মদ আব্দুল জলিল ও মোহাম্মদ শাহাবুদ্দিনকে গুরুতর অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, উখিয়ায় মোটরসাইকেল ও ডাম্পারের সংঘর্ষে সোহেল রানা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সোহেল রানা (২৮) ঝিনাইদহ কালিগঞ্জ লুচিয়া এলাকার নিহাল মণ্ডলের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। ১ ডিসেম্বর রাত ১২টার পরে উখিয়ার মহুরীপাড়া আমগাছতলা তিন রাস্তার মোড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন-চাঁদপুর জেলার মনোহরদীর বাসিন্দা মৃত মিন্নাত আলীর ছেলে হাসান আল মামুন (৩৬), বান্দরবান জেলার লামা ফাসিয়াখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে দিদার হাসান (২১) ও সিরাজগঞ্জ শাহজাদপুর রুপনাই গাছপাড়া খুনকী এলাকার আবু মিয়ার ছেলে মেহেদী হাসান (২৮)। জানা গেছে, মহুরীপাড়া আমগাছতলা তিন রাস্তার মোড়ে ২টি মোটরসাইকেল রোহিঙ্গা ক্যাম্প থেকে উখিয়া বাজারের দিকে আসার সময় উল্টো দিক থেকে দ্রুতগতির ডাম্পার ট্রাক মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এ সময় উখিয়া টেকনিক্যাল কলেজ রোড এলাকায় অবস্থানরত সোহেল রানা, মামুন, দিদার, মেহেদী হাসান গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আহত সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাজেডুমুরিয়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো: নাজমুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তিনি উত্তর বড়ভিটা দলবাড়ী গ্রামের মৃত জমসের আলীর ছেলে। ঘটনাটি ঘটেেেছ সোমবার বড়ভিটা বাজার ফয়সাল ফিলিং স্টেশনের সামনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাফেজ নাজমুল মোটরসাইকেলের জ্বালানি নিতে পাম্প যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরকে বহনকারী একটি জিপগাড়ি দ্রুত গতিতে ছুটে এসে নাজমুলের মোটরসাইকেলে সজোরে ধক্কা দেয়। এতে নাজমুল ঘটনাস্থলে মারা যান।
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, ঝিনাইদহ শৈলকুপার ভান্ডারীপাড়া নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় সবেদ আলী (৮০) নামে এক পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাতিকে নিয়ে সবেদ আলী ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় বকশিপুর থেকে একটি মোটরসাইকেল এসে পেছন থেকে তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
চোরতন্ত্রে পরিণত হয় দেশ বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বিএনপি ক্ষমতা পেলে ফ্যামিলি ও ফার্মার্স কার্ড দেয়া হবে পশ্চিমতীরকে যুক্ত করে নিতে ইসরাইলের খসড়া পরিকল্পনা তৈরি দেশ স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : ডা: শফিক তাঁবেদার রেজিম উৎখাতে ভারতের নীতিনির্ধারকরা এখন বেসামাল বাংলাদেশী সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয় ৫ আগস্টের পর ভারতের সাথে সম্পর্কে সমস্যা চলছে : পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মোদির কাছে আবদার মমতার মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে রূপ নেয়

সকল