৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হত্যা মামলায় ভোলার আওয়ামী লীগ নেতা গ্রেফতার

-

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত মো: রমজান মিয়া জীবন হত্যা মামলায় ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ইউনুসকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাজধানীর পল্টনে হোটেল ৭১-এর পাশের গলি থেকে ইউনুসকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বিকেলে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার এসআই মো: আবুল হাসান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন মো: রমজান মিয়া জীবন। পথিমধ্যে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলে গুলিবিদ্ধ হন। এরপর থেকে ৬৫ দিন ঢাকা মেডিক্যালে চিকিৎসা নেওয়ার পর গত ৯ অক্টোবর মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো: জামাল উদ্দীন। এ মামলায় ইউনুসকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।

 


আরো সংবাদ



premium cement