৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

পৃথক দুর্ঘটনায় মহিলা ও শিশু নিহত

-

পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল রাঙ্গামাটিতে এক মহিলা এবং সিলেটের গোয়াইনঘাটে এক শিশু নিহত হয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটি শহরে ও রাজস্থলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ মহিলা নিহত ও ২৩ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে রাজস্থলীর বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন মহিলা নিহত হন। গুরুতর আহত হন ৪ জন।
অন্য দিকে রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের মানিকছড়ি-শালবাগান এলাকায় একটি তীর্থ যাত্রীদের বাস রাস্তায় উল্টে গিয়ে ২০ জন তীর্থ যাত্রী আহত হন ।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পর্যটকবাহী একটি বাস চন্দ্রঘোনা থেকে যাওয়ার পথে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির পাশে মোড় ঘুরতে গিয়ে বান্দরবান থেকে রাঙ্গামাটিগামী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক মহিলা নিহত হন। তার বাড়ি বান্দরবান বালাঘাটা এলাকার প্রয়াত মংক্য মারমার স্ত্রী বলে জানা গেছে। গুরুতর আহতদের চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালে নেয়া হয়।

অন্য দিকে শুক্রবার সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙ্গামাটি রাজবন বিহারে আসার সময় তীর্থ যাত্রীদের বহনকারী একটি বাস মানিকছড়ি শালবাগান এলাকায় হঠাৎ উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে এবং এ ঘটনায় ৭ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় গোয়াইনঘাট উপজেলাধীন ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বানই নয়াখেল জামে মসজিদ সংলগ্ন সারিঘাট-গোয়াইনঘাটগামী পাকা রাস্তায় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন টিভিএস মোটরসাইকেলের ধাক্কায় আলী আহমদের প্ত্রু হুমায়ুন আহমদ (৫) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ছাড়া নিহত হুমায়ুন আহমেদের বড় বোন মুনতাহা (৭) গুরুতর আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদেরকে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হুমায়ুন আহমদকে মৃত ঘোষণা করে এবং মুনতাহাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


আরো সংবাদ



premium cement
মির্জা ফখরুল ১০ দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে : জাতিসঙ্ঘে বাংলাদেশ গাজার উত্তর-দক্ষিণাঞ্চলের গভীরে ইসরাইলি ট্যাংক, নিহত ৪২ রাজধানীতে আসছে শীতের প্রচুর সবজি ওপারে রাতভর বোমার বিস্ফোরণ আতঙ্কে নির্ঘুম টেকনাফবাসী সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল আওয়ামী শাসনামলের চেয়ে সংখ্যালঘুরা নিরাপদে আছে সেন্টমার্টিনে বছরে দেড় লাখের বেশি পর্যটক ভ্রমণ করে বিজেপি নির্দিষ্ট একটি ধর্মের প্রতি প্রতিহিংসাপ্রবণ : মমতা চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, সতর্ক ও সচেতন থাকতে হবে : ডা: শফিক ৫২ সেকেন্ডের ভিডিওতে খুনে জড়িতদের চেহারা

সকল