২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চিন্ময় গ্রেফতারে কুমিরের কান্না হাসিনার : রিজভী

-

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। আবু সাঈদের মতো দুই হাজারের বেশি ছাত্রজনতার হত্যাকারী শেখ হাসিনার এ কান্না ভারতের কাছ থেকে পুরস্কার লাভের আশায়। দেশের প্রচলিত আইনেই চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দফতর বিবৃতি দিলেও ছাত্রলীগ যখন বিশ্বজিতকে কুপিয়ে হত্যা করল তখন কেন তারা চুপ ছিল? গতকাল বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বুদ্ধিজীবী চত্বরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান গ্রন্থের মোড়ক উন্মোচন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদল, রাবি শাখা এ আয়োজন করে।
রিজভী বলেন, আমরা পিন্ডি থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির কাছে মাথানত করবে না। বিভিন্ন ইস্যু দিয়ে আবু সাইদ, মুগ্ধের হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত। ১৮ কোটির মানুষের দেশে ষড়যন্ত্র করে কিছু করা যাবে না। দেশকে বাঁচাতে কিভাবে জীবন উৎসর্গ করতে হয় তা বাংলাদেশের মানুষ জানে। জুলাই-আগস্ট বিপ্লবে তা প্রমাণ করেছে তারা। ৫ আগস্ট দুনিয়া কাঁপানো বিপ্লব হয়েছে।
রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম রফিকুল ইসলাম বলেন, ৭২ পরবর্তী সরকার দেশে একটি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছিল। দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দেশের মানুষ অতল সমুদ্রে পড়ে গিয়েছিল। যার প্রতিফলন ঘটেছে ২৪-এ। অনেকে দাবি করেন জুলাই বিপ্লব ১ মাসের আন্দোলন। কিন্তু না, দীর্ঘ ১৫ বছরের যে অপশাসন চলেছে তারই প্রতিফলন ঘটেছে। এটা কারো একার কৃতিত্ব না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।


আরো সংবাদ



premium cement