২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাতীয় নির্বাচনের দিকে যখন যাত্রা, তখনই ষড়যন্ত্র শুরু : গোলাম পরওয়ার

চট্টগ্রাম বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলছেন মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত -

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি জাতীয় নির্বাচনের দিকে যখন জাতি যাত্রা শুরু করেছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যখন দায়িত্ব হস্তান্তরের একটি নিউ ডাইমেনশনে যাত্রা শুরু করেছে, সেই মুহূর্তে এ তৎপরতা উদ্বেগজনক। এ জন্য বারবার যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।
গতকাল চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের সামনে একের পর এক চ্যালেঞ্জ আসছে। শক্তভাবে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সরকারের সাথে দেশবাসী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ঐক্যবদ্ধ থাকবে। জামায়াতে ইসলামী সবসময় নির্বাচনমুখী দল। আমাদের সব আসনে প্রার্থী দেয়ার মতো প্রস্তুতি আল হামদুলিল্লাহ আছে।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নিষ্ঠুর ও বর্বরোচিত হত্যাকাণ্ডে পুরো দেশের মানুষ আজ স্তম্ভিত। আমরা এ হত্যাকাণ্ডের সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতার দাবি করছি। দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। ইতোমধ্যে দেখেছেন দেশবিরোধী যে ষড়যন্ত্র চলছে, সেখানে পতিত স্বৈরাচারের নেতাকর্মীরা জড়িত। বিভিন্ন বেশ ধরে তারা এ শান্তিপূর্ণ দেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চায়। আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়।
তিনি আরো বলেন, আমি মনে করি দেশের গোয়েন্দা সংস্থার আধুনিক প্রযুক্তির অনেক ইকুইপমেন্টস ও লজিস্টিক সাপোর্ট এবং উন্নত প্রশিক্ষণ আছে। এগুলোকে কাজে লাগিয়ে দেশকে শান্তি দেয়ার জন্য তাদের সব ইফোর্ট দিয়ে একুমেডেট করা উচিত। সেটি করলে মানুষ আশাবাদী হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলার সাবেক আমির জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, জামায়াত নেতা অধ্যাপক ড. হেলাল উদ্দিন নোমান প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement