মুক্তিযোদ্ধাসহ ২ জন নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৯ নভেম্বর ২০২৪, ০১:৩৮
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মেহেরপুরে স্যালো ইঞ্জিনচালিত যান উল্টে আরো একজন মারা গেছেন।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কুলখানিতে যাওয়ার পথে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী মোখলেস তালুকদার (৭২) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন অটোচালক। নিহত মোখলেস সিরাজদিখানের মধ্যপাড়া এলাকার ফেজু তালুকদারের ছেলে। তিনি তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক। গতকাল বেলা ২টার দিকে অটোতে চড়ে কুন্ডেরবাজার থেকে লৌহজং উপজেলার নওপাড়া গ্রামে মেঝ ভায়রা মো: আবুল হোসেনের কুলখানিতে অংশ নেয়ার উদ্দেশ্য রওনা হন তিনি। গত দুই দিন আগে মারা যান আবুল হোসেন।
কিছুদূর এগোতেই সিপাহীপাড়া-নিমতলা সড়কে সিপাহীপাড়াগামী বাসের সাথে নিমতলাগামী ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে নিহত হন ওই তিনি। পরে স্থানীয়রা লাশ নিয়ে আসেন হাসপাতালে। টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, নির্মাণাধীন রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লেগে স্যালো ইঞ্জিনচালিত আলগামন সড়কের ওপর উল্টে চালক আব্দুল আজিজ (৪০) নিহত হয়েছেন।
গতকাল সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ছাতিয়ান চেরাগীপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে। তিনি আলগামন চালিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন। নিহতের লাশ উদ্ধার করে গাংনী থানায় নেয়া হয়েছে। গাংনী থানার (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সকাল ৮টার দিকে নিহত আব্দুল আজিজ আলগামন চালিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। বামন্দী বাজারের আদুরে ছাতিয়ান চেরাগীপাড়াতে নির্মাণাধীন রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে গুরুতর আহত হন। পরে বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারক হোসেন তাকে মৃত্যু ঘোষণা করেন।
মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদ সদস্য ও রামনগর গ্রামের বাসিন্দা মো: সিরাজুল ইসলাম জানান, আলগামন চালক আব্দুল আজিজ মোল্লা টাইলস নিতে কুষ্টিয়ায় যাচ্ছিলেন।
বামন্দী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা পরিদর্শক রুবেল রানা বলেন, ‘রোড ডিভাইডারের সাথে স্যালো ইঞ্জিনচালিত আলগামনের ধাক্কা লেগে চালক আব্দুল আজিজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা