২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আলিফ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ

-

চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও নিন্দা এবং হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে সারা দেশে বিক্ষোভ-মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এ সময় তারা অবিলম্বে আলিফ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুন্সীগঞ্জ প্রতিনিধ জানান, চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের হাতে নিহত সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ঈমান রক্ষা কমিটি। মিছিলটি শুরু হয় গতকাল বেলা আড়াইটায় নগরীর কোর্ট চত্বর থেকে। পরে শহরের প্রধান সড়ক দক্ষিণ করে সুপার মার্কেটের চৌরাস্তায় গিয়ে সমাবেশ করে। এ সময় মুফতি সাদেক আমিন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, হজরত মাওলানা সিদ্দিকুর রহমান, আল আমিন আনসারি, মুশফিকুর রহমানসহ অনেকেই।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, আলিফকে হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে হত্যাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন আইনজীবীরা। গতকাল সকালে বার সমিতি টাঙ্গাইল এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
বার সমিতির সামনে থেকে একটি মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে মানবন্ধনে মিলিত হয়। বিপুলসংখ্যক আইনজীবী এই মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন- বার সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামীমুল আক্তার, টাঙ্গাইলের পিপি ও বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন এবং সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানশাহ সিদ্দিকী মিন্টু প্রমুখ। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, অ্যাডভোকেট আলিফ হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি। গতকাল সকালে রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্যদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- পিপি প্রতীম রায় পাম্পু, সহকারী পিপি মামুনুর রশীদ মামুন, অ্যাডভোকেট মোক্তার আহমেদ , অ্যাডভোকেট আবদুস গাফফার মুন্নাসহ অন্য আইনজীবীরা।
বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোনো জাত নেই তারা দেশ ও জাতির শত্রু। তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

শরীয়তপুর প্রতিনিধি জানান, আলিফের হত্যাকারীদের ফাঁসি, সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি এবং মসজিদ ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর উলামা পরিষদ। গতকাল বেলা ১১টায় জেলা শহরের পালং উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়। পরে সেখানে মাওলানা আবু বকরের সভাপত্বি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা খলিলুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা জিয়াউল হক, মাওলানা সাব্বির আহমেদ ওসমানী প্রমুখ।
সমাবেশ সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও খুনিদের দ্রুত সময়ে গ্রেফতারের দাবি জানিয়ে সরকারকে সময় নির্ধারণ করে দেয়। নির্ধারিত সময়ে সরকার উলামা পরিষদের দাবি মেনে না নিলে পরবর্তীতে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা।
বাংলাদেশ গণমুক্তি পার্টি : বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং মসজিদ ভাঙচুর মতো এই নৃশংস কাজের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আলিফের রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বাংলাদেশ গণমুক্তি পার্টির দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) : অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ন্যাপের (ভাসানী) ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি স্বপন কুমার সাহা গতকাল এক বিবৃতিতে এই দাবি জানিয়ে বলেন, ইসকন হিন্দু ধর্মের নীতিমালা অনুযায়ী শ্রী ভগবত গীতা অনুসরণ করে নাই। তাই আমরা সব হিন্দু সম্প্রদায় ইসকনের এই ধপ্রণর কার্যকলাপকে নিন্দা জানাই।
আমরা এই নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 


আরো সংবাদ



premium cement