পঞ্চগড়ে ১২ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- পঞ্চগড় জেলা প্রতিনিধি
- ২৯ নভেম্বর ২০২৪, ০১:৩৪
উত্তরাঞ্চলের সর্বশেষ জেলা পঞ্চগড়ে এখানে বইছে হিমেল হাওয়া। গত তিনদিন ধরে এ জেলায় তাপমাত্র ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও গতকাল বৃহস্পতিবার সকালে তা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,ভোরের সূর্য উঠলেও হালকা কুয়াশায় ঢেকে রয়েছে প্রকৃতি। ভোরের শুভ্র শিশির সবুজ ঘাসের ডগায় টলমল করছে। বৃষ্টির ফোঁটার মত ঝরছে শিশির কণা। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় কৃষক চাষিদের।
পঞ্চগড় জেলার অধিবাসী কামরুস নাহার জানান, সকালে লাল শাক তুলতে গিয়ে দেখি প্রচুর কুয়াশা পড়েছে। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। রাতে কাঁথা, কম্বল নিয়ে ঘুমাতে হচ্ছে। কাঞ্চনজঙ্গা অতি কাছে হওয়ায় অন্যান্য জেলার আগেই এখানে শীত আসে, ব্যতিক্রম ঘটেনি এ বছরও। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি থাকে। তবে নভেম্বর থেকেই শুরু হয় শীতের আমেজ। শীতকে কেন্দ্র করে তোড়জোড় শুরু হয়েছে ঘরে ঘরে। এ দিকে শীতকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে লেপ-তোশক কারিগরদের। শীতের প্রস্তুতি হিসেবে শীত আসার দুয়েক মাস আগে থেকেই কারিগরদের কর্মব্যস্ততা বেড়ে যায়। গাঁওগ্রামে শীতজনিত কারণে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত তিনদিন ধরে ১৩ ডিগ্রি তাপমাত্রা ছিল। গতকাল বৃহস্পতিবার তা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন প্রতিদিন তাপমাত্রা আরো কমবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা