টাকার বৃষ্টি
- ২৯ নভেম্বর ২০২৪, ০১:৩২
ভারতের উত্তর প্রদেশের একটি বিয়ে বাড়ি। বাড়ির ছেলের বিয়ে উপলক্ষে বাড়ির ছাদ থেকে তাড়া তাড়া ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট হাওয়ায় উড়িয়ে দিলেন পরিবারের সদস্যরা। এমনকি টাকার বৃষ্টি ঝড়াতে জেসিবি মেশিনও নিয়ে আসা হয়েছিল। সিদ্ধার্থ নগরের সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে হইচই ফেলেছে। ভাইরালও হয়েছে ভিডিওটি।
ভাইরাল সেই ভিডিওয়ে দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে একটি বাড়ি। বাড়ির নিচে একটি ঘোড়ার উপরে রাজবেশে বসে রয়েছেন পাত্র। প্রচুর ভিড় জমা হয়েছে। এ মন সময় হঠাৎ-ই বাড়ির ছাদ থেকে তাড়া তাড়া নোট ছুড়তে থাকেন পাত্রের পরিবারের সদস্যেরা। একটি জেসিবি মেশিন থেকেও টাকা ওড়ানো হয়। নোটবৃষ্টি দেখে বাড়তে থাকে ভিড়। টাকা কুড়োনোর জন্য হইচই পড়ে যায়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ১০০, ২০০, ৫০০ টাকা মিলিয়ে মোট ২০ লক্ষ টাকার নোটবৃষ্টি করে পাত্রের পরিবার।
এক্স হ্যান্ডলে পোস্ট করা সেই ভিডিও ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। সমাজমাধ্যমে বিতর্কেরও জন্ম দিয়েছে ভিডিওটি। সম্পত্তির এরকম প্রদর্শনে বিস্ময় প্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা