২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বিষ প্রয়োগে হত্যার অভিযোগ

কুকুর-বিড়ালের ময়নাতদন্ত করলেন পশু চিকিৎসকরা

-

মানুষের মৃত্যু রহস্য উদঘাটনে হাসপাতালে পোস্ট মর্টেম (ময়না তদন্ত) হয়। অধিকতর পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। কিন্তু এবার রাজধানীতে কুকুর ও বিড়ালকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কিনা তা নিশ্চিতে প্রাণিসম্পদ হাসপাতালের ল্যাবে পোস্ট মর্টেমের পাশাপাশি অধিকর তদন্তের স্বার্থে সিআইডি ল্যাবে পাঠানো হলো কুকুর ও বিড়ালের স্যাম্পল (নমুনা)।
বিষ প্রয়োগে বিড়াল ও কুকুর হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় জিডির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে রাজধানীর কাজী আলাউদ্দিন রোডের প্রাণিসম্পদ অধিদফতরের সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি (সিডিআইএল) বা কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগারে ময়নাতদন্ত সম্পন্ন করেছেন পশু চিকিৎসকরা। অধিকন্তু তদন্তে একটি কুকুর ও একটি বিড়ালের নমুনা সিআইডি ল্যাবেও পাঠিয়েছেন পশু চিকিৎসকরা। বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা: মোহাম্মদ রেয়াজুল হক জানান, সিআইডি ল্যাবের রিপোর্ট আসতে ১০-১৫ দিন লাগতে পারে।

এর আগে গত ২৩ নভেম্বর রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর ও বিড়াল হত্যার অভিযোগ এনে আদাবর থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তিনি পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ নামের একটি সংগঠনের সমন্বয়ক।
জিডিতে তিনি উল্লেখ করেন, জাপান গার্ডেন সিটিতে বসবাসকারী ও বাংলাদেশের প্রাণী অধিকার কর্মীরা জানতে পারে যে, জাপান গার্ডেন সিটি এলাকায় বিষ প্রয়োগে ১০টি পথ কুকুর ও একটি বিড়াল হত্যা করা হয়েছে। প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী বিষ প্রয়োগে কোনো প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে প্রাণিসম্পদ অধিফতরের মহাপরিচালক ডা: মোহাম্মদ রেয়াজুল হক নয়া দিগন্তকে বলেন, যতটুকু তথ্য সংগ্রহ করেছি তাতে ১১টি কুকুর ও ১৬টি বিড়াল মারা গেছে বলে শুনেছি। তবে আমরা স্যাম্পল কালেকশন করেছি দুইটি মৃত কুকুর ও একটি বিড়ালের। এর মধ্যে পোস্টমর্টেম করা হয়েছে একটা কুকুরের। একটি কুকুর ও একটি বিড়ালের স্যাম্পল নিয়ে সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। এটার রেজাল্ট আসতে একটু সময় লাগবে। তারা যাতে গুরুত্ব দেয় তা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে।

তিনি বলেন, যেহেতু অভিযোগ উঠেছে যে, বিষ খাইয়ে মারা হয়েছে, তাই সেটা নিশ্চিত হওয়ার জন্য সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। আরো কমপক্ষে ১০-১৫ দিন সময় লাগবে এ রিপোর্ট আসতে। কারণ এখানে অনেক স্যাম্পল থাকে, সিরিয়াল থাকে।
প্রমাণ পেলে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, আইনে জেল জরিমানা দুটোই রয়েছে। পশুকে নির্মমভাবে হত্যা আইনগত ও নীতিগতভাবে অস্বাভাবিক। পশুকে নিয়ন্ত্রণের বহু মানবিক পদ্ধতি আছে, সেভাবে করব। কিন্তু বিষ প্রয়োগে হত্যা বা ঝলসে দেয়া বা নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ দিকে বিষ প্রয়োগে কুকুর ও বিড়াল হত্যা প্রমাণিত হলে প্রাণী আইন অনুযায়ী বিচার দাবি করেছেন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল