সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ-সমাবেশ গায়েবানা জানাজা
- নিজস্ব প্রতিবেদক
- ২৮ নভেম্বর ২০২৪, ০২:১৪
চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির পর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ সমাবেশ-গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এ সমাবেশ ও সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম: প্রথমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, বর্তমান সভাপতি মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, রহুল কুদ্দুস কাজল, মনির হোসেন, জামিল আক্তার এলাহী, এ এস এম মোক্তার কবির খান, ইউসুফ আলী, সাইফুর রহমান, গাজী কামরুল ইসলাম সজল, রাগীব রউফ চৌধুরী, মোহামদ আল, গাজী তৌহিদুল ইসলাম, মাহবুবুর রহমান খান প্রমুখ।
আইনজীবী সমাবেশে কয়েক শ’ আইনজীবী অংশ নিয়ে তরুণ আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আইনজীবীরা তীব্র আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।
গায়েবানা জানাজা: বিক্ষোভ সমাবেশ শেষে বেলা ২টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, বর্তমান সভাপতি মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, রহুল কুদ্দুস কাজলসহ কয়েক শ’ আইনজীবী অংশগ্রহণ করেন।
জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইং: জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট সাকিল আহমাদের সঞ্চালনায় সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আইনজীবী মানজুর আল মতিন, মুস্তাফিজুর রহমান মুকুল, জহিরুল ইসলাম মুসা, আলী নাছের খান।
সুপ্রিম কোর্টে প্রতিবাদ সমাবেশ : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১ নম্বর হলরুমে সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসসিবিএ অ্যাডহক কমিটির সাবেক সদস্যসচিব আইনজীবী শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে ও এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ মোহসিন রশিদ, আইনজীবী গোবিন্দ চন্দ্র প্রামাণিক, গৌরাঙ্গ চন্দ্র রায়, মতিলাল ব্যাপারী, প্রণেশ রায়, এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, রেজাউল ইসলাম রিয়াদ, জুলফিকার আলী জুনু, এস এম আবুল হোসেন প্রমুখ। এ ছাড়া আইনজীবী সমাবেশে শতাধিক আইনজীবী অংশ নিয়ে তরুণ আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সভায় বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, জনগণের সরকারকে ব্যর্থ করার যেকোনো প্রয়াস আইনজীবী ও ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
বক্তারা বলেন, সংস্কার করেই দেশ নির্বাচনের দিকে যাবে। তারা বাংলাদেশ বার কাউন্সিল এবং রাষ্ট্রকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের সব দায়দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানান।
এছাড়া আজ বৃহস্পতিবার আইনজীবী সাইফুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশে আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করবেন।
ঢাকা বারে বিক্ষোভ: গতকাল বেলা পৌনে ১টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে সমিতির সামনে এসে শেষ হয়।
অন্যদিকে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের নেতা অ্যাডভোকেট আবদুর রাজ্জাকের নেতৃত্বে ঢাকা জজ কোর্ট শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বেরা করা হয়। এ সময় আইনজীবীরা ইসকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা