২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বিভিন্ন সংগঠনের দাবি

উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করতে হবে

-


চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে তরুণ আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। পৃথক বিবৃতিতে ও সমাবেশে তারা এ ঘটনায় জড়িতদের বিচার ও উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
খেলাফত মজলিস : হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেন, উগ্রবাদী সংগঠন ইসকনের এক নেতার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারী কর্তৃক সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও আদালত ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। মসজিদের মুসল্লিসহ নিরীহ পথচারীকে আক্রমণ ও হামলার টার্গেট করা হয়। এ ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে ইসকনের বিরুদ্ধে। যে সংগঠন এই ধরনের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে সচেতন থাকার এবং ধৈর্যের সাথে মোকাবেলার থাকার জানাচ্ছি।

বাংলাদেশ খেলাফত মজলিস : চট্টগ্রামের আদালতে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের হাতে আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির শায়খুল হাদিস ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। পতিত ফ্যাসিবাদী চক্র উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত চক্রান্তেই এই ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা খুনিদের বিরুদ্ধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ দেখতে চাই। একই সাথে আমরা ধর্মপ্রাণ দেশপ্রেমিক জনগণকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সচেতনতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ খেলাফত আন্দোলন : সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পতিত স্বৈরাচারকে ফেরানোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ইসকন ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ। ‘চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ, দায়ী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার এবং ইসকনকে সন্ত্রাসী ও দেশবিরোধী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবিতে’ গতকাল রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা এমন দাবি করেন। খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রমুখ।
সিপিবি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই ঘটনা যাতে ভিন্ন খাতে চলে না যায় সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
ইসলামী আইনজীবী পরিষদ : কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমান বলেছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সন্ত্রাসী অনুসারীরা কুপিয়ে হত্যা করে মুসলিম উম্মাহর হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ইসলামী আইনজীবী পরিষদের এক প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী ছাত্র সমাজ : ইসলামী ছাত্র সমাজের এক জরুরি সভায় নেতারা বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরো কঠোর হতে হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বেলাল হুসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা মো: ইলিয়াছ আতহারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রসমাজের মহাসচিব বরকত উল্লাহ, উপদেষ্টা নুরুল আজম হাওলাদার, সাংগঠনিক সচিব জাহিদুল ইসলাম দিনাজপুরী প্রমুখ।
খতমে নবুওয়ত : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। গতকাল এক বিবৃতিতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, আমরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের অবিলম্বে গ্রেফতারপূর্বক তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করতে সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

চবিতে শিক্ষকদের মানববন্ধন
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্য মানববন্ধন করেছে। এ ছাড়া বাদ জোহর গায়েবানা জানাজার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষকদের আয়োজনে মানববন্ধন ও জিরো পয়েন্ট মসজিদে শিক্ষার্থীদের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে একটি মহল ও বিদেশী চক্র বারবার অপচেষ্টা করছে। এ দেশের মানুষ আপনাদের নিরাপত্তা দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না। একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কুপিয়ে হত্যা করা মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র।
এ দিকে গায়েবানা জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চবির সমন্বয়ক আবদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বক্তব্য রাখেন।

মেহেরপুরে আইনজীবীদের বিক্ষোভ
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। সেখানে উপস্থিত ছিলেন- নবনিযুক্ত পিপি আবু সালেহ মো: নাসিম, নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন অরণ্য, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুল আজম খোকন প্রমুখ।

নীলফামারীতে আইনজীবী ফোরামের বিক্ষোভ
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।
জেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আ ক ম আলমগীর সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি আল ফারুক আবদুল লতিফ, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার সেক্রেটারি আনিসুর রহমান প্রমুখ।

বরগুনায় আইনজীবীদের বিক্ষোভ
বরগুনা প্রতিনিধি জানান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরগুনা ইউনিট বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন- বরগুনার জজ কোর্টের জিপি (গভর্নমেন্ট প্লিডার) অ্যাডভোকেট আলহাজ আবদুল মজিদ তালুকদার, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ মো: নুরুল আমিন, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও জাতীয়বাদী মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজু আরা শিপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল করিব, অ্যাডভোকেট আহসান হাবীব স্বপন, অ্যাডভোকেট ইসতিয়াক জলিল সোহাগ প্রমুখ।

ভোলায় আইনজীবীদের বিক্ষোভ
ভোলা প্রতিনিধি জানান, ভোলা জেলা আইনজীবী সমিতি বিক্ষোভ করেছে। ভোলা জেলা আইনজীবী সমিতির সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জিপি আলহাজ মো: সালাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও অতিরিক্ত পিপি মো: ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: ইফতারুল হাসান শরীফ, অতিরিক্ত এজিপি মো: ইলিয়াস সুমন, অ্যাডভোকেট মো: মহিউদ্দিন হেলাল, অ্যাডভোকেট মো: তুহা, এজিপি জিয়াউর রহমান, মো: মহাসিন, এপিপি আরিফুর রহমান, আদিল মাহমুদ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল