২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৪৬তম বিসিএস প্রিলির ফল আবার প্রকাশ উত্তীর্ণ ২১,৩৯৭ প্রার্থী

-

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবার প্রকাশিত এ ফলাফলে মোট ২১ হাজার ৩৯৭ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। গতকাল বুধবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে গত ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। তবে সম্ভাব্য বৈষম্যদূরীকরণের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরো সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে আবার ফলাফল ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সম্প্রতি নতুন কমিশন এসে এ সিদ্ধান্তের কথা জানায় পিএসসি। এর ফলে আগের ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সাথে নতুন করে লিখিত পরীক্ষার সুযোগ পেলেন আরো ১০ হাজার ৭৫৯ জন প্রার্থী।
বিজ্ঞপ্তিতে পিএসসি বলছে, সম্ভাব্য বৈষম্যদূরীকরণের লক্ষ্যে কমিশনের ১৮ নভেম্বরের তারিখের সিদ্ধান্ত মোতাবেক আরো ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে আবার ফলাফল ঘোষণা করা হয়। সর্বনিম্ন নম্বরের একাধিক সংখ্যক প্রার্থী থাকায় সমসংখ্যক প্রার্থীর চেয়ে কিছু সংখ্যক বেশি প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করতে হয়েছে। ফলে পূর্বের ১০ হাজার ৬৩৮ জনসহ এই পরীক্ষায় সর্বমোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থীকে সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

 


আরো সংবাদ



premium cement