জুলাই-আগস্টে নিহত পুলিশ পরিবারকে ডিএমপির সহায়তা
- নিজস্ব প্রতিবেদক
- ২৮ নভেম্বর ২০২৪, ০২:০৬
গত জুলাই-আগস্টের বিভিন্ন সময়ে নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৪ সদস্যের মধ্যে পাঁচজনের পরিবারকে তিন লাখ টাকা করে ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।
গতকাল ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর নির্দেশে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন। এ সময় ডিএমপি কমিশনার নিহতদের পরিবারের সদস্যদের সাথে মোবাইল ফোনে ব্যক্তিগতভাবে কথা বলেন। তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকা ও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
গত শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপির কমিশনার জুলাই-আগস্টে নিহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৪ জন সদস্যের প্রত্যেকের পরিবারকে ডিএমপির নিজস্ব তহবিল থেকে তিন লাখ টাকা করে আর্থিক অনুদান দেয়ার ঘোষণা দেন।
যেসব নিহত পুলিশ সদস্যের পরিবার আর্থিক অনুদান পেয়েছে তারা হলেন, পুলিশ পরিদর্শক মো: রাশেদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) খগেন্দ্র চন্দ্র সরকার, এএসআই ফিরোজ হোসেন, কনস্টেবল খলিলুর রহমান ও কনস্টেবল মো: শাহিদুল আলম।
পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে নিহত ডিএমপির অন্য সব পুলিশ সদস্যের পরিবারের কাছেও আর্থিক অনুদান হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা