২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বোতলে মিললো ১৩২ বছর আগের চিরকুট

-

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রস রাসেল সম্প্রতি ২০৯ বছরের পুরনো একটি স্কটিশ লাইটহাউজ বা বাতিঘর নিরীক্ষা করতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি পুরনো বোতলের সন্ধান পেয়ে মনে করেন তাতে গুপ্তধন আছে। কিন্তু বোতল খুলতেই তার ভুল ভাঙে। আসলে তাতে ছিল শত বছরের পুরনো এক চিরকুট।
রাসেল নর্দান লাইটহাউজ বোর্ডের কর্মী। সেখান থেকেই গিয়েছিলেন ক্রসওয়াল লাইটহাউজে। বাতিঘরটি স্কটল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের রিনস অব গ্যালওয়েতে অবস্থিত। সাগরে নিরাপদ জাহাজ চলাচলে নাবিকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ এই বাতিঘর। এগুলোর নিয়মিত সংস্কার করতে হয়। কী কী সংস্কার প্রয়োজন, সেটা দেখতেই ক্রসওয়াল লাইটহাউজে গিয়েছিলেন রাসেল।
এ সময় সেখানে একটি কাপবোর্ডের কয়েকটি প্যানেল সরিয়ে নিতেই দেয়ালের ভেতর লুকিয়ে রাখা একটি বোতল দেখতে পান। তার পর সহকর্মীদের সেখানে ডেকে নিয়ে আসেন । বোতলটি ৮ ইঞ্চির মতো লম্বা ছিল। তার পর লম্বা দড়ি ও একটি ঝাড়ুর হাতল দিয়ে বোতলটি টেনে বের করেন। সেটির নিচের অংশের গঠনও বেশ অস্বাভাবিক। এর পর বাতিঘরটির বর্তমান তত্ত্বাবধায়ক ব্যারি মিলারের সামনে বোতলটি খোলা হয়। তার পর বোতল থেকে বেরিয়ে আসে একটি চিরকুট। ১৮৯২ সালের ৪ সেপ্টেম্বর লেখা ওই চিরকুটে তিন প্রকৌশলীর নাম লেখা রয়েছে। তারা ১০০ ফুট উঁচু বাতিঘরটির ওপর নতুন ধরনের একটি বাতি লাগিয়েছিলেন। এ ছাড়া সে সময় তিনজন বাতিঘর দেখভাল করতেন, তাদের নামও এতে রয়েছে।
পরে বিবিসি নিউজ স্কটল্যান্ডকে নিজের সেই অনুভূতির বর্ণনা দিয়ে মিলার বলেন, রাসেল ও তার সহকর্মীরা নিজেদের বার্তা লেখা একটি চিরকুট বোতলে ভরে সেটিকে আগের জায়গায় রেখে দেয়ার পরিকল্পনা করেছেন।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল