২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি
নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে মোতায়েন করা বিজিবি সদস্য : নয়া দিগন্ত -

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে সঙ্ঘাতে জড়িয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এপিবিএন মোতায়েন করা হয়েছে। এ ছাড়া যৌথবাহিনীর অভিযানও বাড়ানো হয়েছে।
নিজ নিজ কলেজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা চলছে। উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা মূলত এই আধিপত্য বিস্তারে সক্রিয়। সংশ্লিষ্টদের অনেকেই বলছেন, অরাজক পরিস্থিতি সৃষ্টিতে অন্য পক্ষের উসকানি রয়েছে। আবেগ সামলাতে না পেরে সহিংসতা ও নাশকতায় জড়াচ্ছেন শিক্ষার্থীরা। তবে একটার পর একটা ঘটনা ঘটলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই। আর যাতে অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে সে জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গত কয়েক দিনে রাজধানীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সঙ্ঘাতের পর কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শাহবাগ এলাকা, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও তেজগাঁওয়ে পলিটেকনিক কলেজ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।

অন্য দিকে চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।
এ দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের নিরাপত্তার জন্য পুলিশ ও এপিবিএন মোতায়েন করা হয়েছে। সোমবার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সোহরাওয়ার্দী কলেজের ৩০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায়। তিনি বলেন, আমাদের আহত ৩০ জন শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। রোববারের ঘটনায় আমরা সূত্রাপুর থানায় একটি জিডি করেছি।
এ দিকে পুলিশ সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ওই কলেজ দু’টিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ৭০ জন পুলিশ ও ২০ জন এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement