২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারি অটোরিকশার ৭ যাত্রী নিহত

অন্য স্থানে কলেজছাত্রীসহ নিহত ৮
-


ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া নাটোরের লালপুরে ও সুনামগঞ্জের ছাতকে পৃথক দুর্ঘটনায় ট্রাকচালক, ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান চালক ও এক কলেজছাত্রীসহ আটজন নিহত হয়েছেন।
কুমিল্লা প্রতিনিধি ও বুড়িচং সংবাদদাতা জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। গতকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আলী আহমদ, রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, সানু বেগম, সফরজান বেগম, খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সকাল সাড়ে ১০টার দিকে কালিকাপুর এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো তিন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন একজন। ট্রেনে কাটা পড়ে কয়েকজনের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশার যন্ত্রাংশ পড়ে আছে রেললাইনের মাঝখানে।

লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই লেভেল ক্রসিংটি অবৈধ। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে হঠাৎ রেললাইনে উঠে পড়েন রিকশাচালক। এতে করে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আমরা ঘটনাস্থলে একজনের লাশ পেয়েছি। বাকিদের লাশ স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক ও ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে নাটোর পাবনা সড়কে কদিমচিলান বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সকালে উপজেলার কদিমচিলান মোড় বাসস্ট্যান্ডে একটি অটোরিকশা ভ্যান আকস্মিকভাবে মোড় নিলে খুলনা হতে বনপাড়াগামী সুপারি বহনকারী (রেজি: নং- খুলনা মেট্রো-ড-১১-০৩৮০) একটি ট্রাক ওই ভ্যানকে চাপা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে আটকে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই ভ্যানচালক আলপুর (৬০) মৃত্যু হয়। সে লালপুর উপজেলার কদিমচিলান ডাঙ্গাপাড়া গ্রামের মো: ইসার উদ্দিনের ছেলে। ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস আহত ট্রাকচালক মোস্তাকিমকে (২৪) বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মোল্লারগাঁও নামক স্থানে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। তার নাম রোজিনা বেগম (২৪), তিনি ছাতক উপজেলার মঈনপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী ও সিলেটের দক্ষিণ সুরমা কলেজের ডিগ্রি কলেজের ছাত্রী।
জানা যায়, গত সোমবার সিলেট এমসি কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা শেষে স্বামী আলী হোসেনের সাথে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে সন্ধ্যায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মোল্লারগাঁও নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই গৃহবধূ ও কলেজছাত্রী রোজিনা বেগম নিহত হন। আহত হন তার স্বামী আলী হোসেন।
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের গুরুদাসপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নিহত মোতালেব হোসেন (৪৫) পাবনার চাটমোহর উপজেলার কেশবপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং শাহ আলম (৪৭) একই গ্রামের মৃত জয়েন প্রামাণিকের ছেলে।
জানা যায়, মোতালেব ও শাহআলম বাড়ি থেকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হয়ে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে সার-কীটনাশক ক্রয়ের জন্য যাচ্ছিলেন। এ সময় নাটোর থেকে ঢাকাগামী একটি বেপরোয়া ট্রাক ১০ নম্বর ব্রিজের ওপর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়।

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের বানিয়াচং উপজেলার পুকড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। এ ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগর মজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (২০) ও আব্দুল মজিদের ছেলে কাউছার মিয়া (২২)।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে আব্দুল কাদির (২০) ও কাউছার মিয়াসহ (২২) আরো একজন মোটরসাইকেলে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের বানিয়াচং থানার পুকড়া এলাকার শাপলা পাম্পের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়। তাৎক্ষণিক কাউছার মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মীর আকবর হোসেন (৬২) নামের এক বিদ্যালয় অফিস সহকারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কীর্তনখোলা, গজারিয়া, কালিয়ান পাড়া (কেজিতে) উচ্চবিদ্যালয়ের সাবেক অফিস সহকারী ছিলেন।
গতকাল বিকেল ৪টায় উপজেলার কীর্ত্তনখোলা চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
সখীপুর সিডস্টোর সড়কের কীর্তনখোলা চৌরাস্তা এলাকায় গরু বহনকারী একটি ট্রাক মীর আকবর হোসেনকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement