২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ত্ররা যেন অহেতুক রাস্তায় না নামে : স্বরাষ্ট্র উপদেষ্টা

-

আমরা ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি আরো বলেন, আমরা অনুরোধ করব ছাত্ররা যেন রাস্তায় না নামে। সরকার ও আমরা ছাত্রদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে বা কঠোর হতে চাই না। কারণ তারা আমাদের সন্তান, কারো ভাই, কারো বোন। তারা তাদের ন্যায়সঙ্গত দাবি জানাবে। আমরা তাদের বুঝিয়ে চেষ্টা করব তাদের দবি পূরণ করতে।
তিনি গতকাল বেলা ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহগঞ্জ শ্রীপুরের সামনে মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন করে কথাগুলো বলেন। এ সময় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আরো বলেন, ছাত্ররা আন্দোলন করুক আমরা তা চাই না। ছাত্ররা সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের দাবির কথা জানাতে পারে। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সাথে আলোচনা করতে পারে। এক কলেজের সাথে আরেক কলেজের সাথে যে সমস্যা হচ্ছে ছাত্রদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারেন। আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে। তারা যেন দাবি নিয়ে আলোচনা করে। পরে গোরমার হাওর ও টাংগুয়ার হাওর পরিদর্শনে যান দুই উপদেষ্টা।

হাওরকে নষ্ট করা যাবে না : রিজওয়ানা
এ দিকে সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ুর ক্ষতি করে এমন কাজ কাউকে করতে দেয়া হবে না। আর কোনোভাবেই টাংগুয়ার হাওরকে নষ্ট করা যাবে না, তেমনি হাওরে কোনো অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ করাও যাবে না। তিনি গতকাল সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহগঞ্জ শ্রীপুর গ্রামের সামনে মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন করে কথাগুলো বলেন।
এ সময় তিনি আরো বলেন, বাঁধ নির্মাণে হাওরের ফসল ফলাতে ক্ষতি হয় এমন কিছু করা হবে না। পাহাড়ি ঢলের পানি আমাদের হাওরের এক ফসলি বোরো ধানের ক্ষতি করতে না পারে তার জন্য সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। কোনো বাঁধে যদি পানিপ্রবাহে ও মৎস্যসম্পদের ক্ষতি হয় জানাবেন, ব্যবস্থা নেয়া হবে। আর বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

 


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল