২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা

সুপ্রিম কোর্টে আল্লামা আতহার আলী (রহ:) এর জীবন নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ অতিথিরা : নয়া দিগন্ত -

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না।
গতকাল সুপ্রিম কোর্টের শফিউর রহমান অডিটোরিয়ামে আল্লামা আতাহার আলী (রহ.) জীবন, কর্ম ও অবদান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের অভ্যুদ্বয়ের ইতিহাস গ্রন্থে যুক্তফ্রন্টের আলাদা অধ্যায় আছে। সেখানে মওলানা আতাহার আলীর নাম আছে। তবে অতীতে তার অবদানকে ইতিহাসে খাটো করে দেখানো হয়েছে। আগামী দিনে যে ইতিহাস রচিত হবে সেখানে তাকে যথাযথভাবে উপস্থাপন করা হবে।
ড. খালিদ বলেন, আল্লামা আতাহার আলীর গতিশীল নেতৃত্বের কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেজামে ইসলাম পার্টি থেকে ৩৬টি আসনে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিল। তার মৃত্যুর কারণে নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা এখনো পূরণ হয়নি।
ড. খালিদ আরো বলেন, অনেক তথ্য ও উপাত্ত সংগ্রহ করে মওলানা শফিকুর রহমান বইটি রচনা করেছেন। এটি বাংলাদেশের ইতিহাসে একটি আকর গ্রন্থ। এই বই আমাদের পথ দেখাবে। এ বই এ দেশের ইতিহাস ও ঐতিহ্যের একটি সমৃদ্ধ আলেখ্য। এ বই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
কিশোরগঞ্জের আল জমিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন, বইটির লেখক মওলানা শফিকুর রহমান জালালাবাদী। অনুষ্ঠানে মুজাহিদে মিল্লাতের কর্ম, জীবন ও অবদান সম্পর্কে আলোচনা করেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়জুদ্দীন, মাওলানা নাজির আহমদ, মাওলানা আবদুস সাত্তার বায়েজিতপুরী, মাওলানা যুবাইর আহমদ, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement