জাতীয় ঐক্যের মাধ্যমেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে : মিয়া গোলাম পরওয়ার
- মানিকগঞ্জ প্রতিনিধি
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৩
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদন করে জাতীয় ঐক্যের মধ্য দিয়েই বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল সকাল ৯টায় মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে (বিজয় মেলা মাঠ) জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো: কামরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: নূরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চল প্রধান অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ও ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য ও সাবেক মানিকগঞ্জ জেলা আমির মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত ১৭ বছরের চরম জুলুম-নির্যাতন, খুন-গুম, সন্ত্রাস-হত্যা, লুটপাট, গণতন্ত্র হত্যা করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে কিন্তু মহান আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। গত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশলীগ মিলে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে এ দেশের ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। তার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে নিরিহ শিশু-নারীসহ সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, যা পৃথিবীতে বিরল। নাৎসি বাহিনীও যা করেনি শেখ হাসিনা তাই করেছে। ৫ আগস্টেও এই ফ্যাসিস্টের নির্দেশে নির্দয়ভাবে আশুলিয়া, সাভার এলাকায় বিপ্লবী ছাত্র-জনতাকে হত্যা করে লাশ পুড়িয়ে দেয়া হয়েছে।
শেখ মুজিব যেমন মাত্র চারটি পত্রিকা রেখে সব গণমাধ্যম বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল, শেখ হাসিনাও দেশে সিন্ডিকেট করে গণতন্ত্র হত্যা করে পরিবারতন্ত্র ও স্বৈরাতন্ত্র চালু করেছিল। শেখ মুুজিব গণতন্ত্রে সিঁড়ি বেয়ে ক্ষমতায় গিয়ে সিঁড়ি ফেলে দিয়েছিলেন। পরে কিন্তু আর সিঁড়ি না পেয়ে ধপাস করে পড়ে গিয়েছিলেন। শেখ হাসিনা পালাবার মাত্র চার দিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে পরে নিজেই নিষিদ্ধ হয়েছেন। যে দলকে ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড হাসিনা নিষিদ্ধ করেছিল, সেই দলের আমিরকেই সম্মানের সাথে আমন্ত্রণ জানালেন দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষ বলে ৫ আগস্টের পর থেকে কেন জোয়ারের পানির মতো মানুষ জামায়াতের সাথে যোগ দিচ্ছেন। দেখুন আমরা বিগত প্রায় দেড় যুগে কথা বলতে পারিনি। আমরা ইসলামের সুমহান আদর্শকে মানুষের মাঝে তুলে ধরতে পারিনি। এখন মানুষ ইসলামের সৌন্দর্য দেখে ইসলামী আন্দোলনের ছায়াতলে আসছেন। এটি জামায়াতে ইসলামীর কোনো কৃতিত্ব নয়, বরং এটি মহান আল্লাহর রহমত। এটি ইসলামের কৃতিত্ব।
শহীদ মীর কাসেম আলী, শহীদ রফিক, শহীদ সাদের রক্তের এই মানিকগঞ্জেও ইসলামের বিজয় হবে ইনশা আল্লাহ।
কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান, জেলা আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, তরবিয়ত সেক্রেটারি মাওলানার ওমর ফারুক, গাজীপুর জেলা ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ আবুল কালাম আজাদ, এনপিএফের সভাপতি ডা: মুহাম্মদ মোসলেম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু তাহের, জেলা শিবিরের সভাপতি মো: বাবুল হোসেন, সিংগাইর উপজেলা আমির আ: মান্নান, শিবালয় উপজেলা আমির হাফেজ হাতেম আলী, সাটুরিয়া উপজেলা আমির আবু সাঈদ বিএসসি, সদর উপজেলা আমির মো: ফজলুল হক, ঘিওর উপজেলা আমির মো: জহিরন উদ্দিন, আইবিএফের সহসভাপতি নূর মোহাম্মদ জাহাঙ্গীর, অ্যাডভোকেট কাজী সালাউদ্দিন আইয়ুবী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা