মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের নথিপত্র পুড়ল সোয়া ৭ ঘণ্টা
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪০
রাজধানীর ফার্মগেটে ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের (ডিএমসিবি) প্রধান কার্যালয়ের বেজমেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেজমেন্টে ব্যাংকটির গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ করা হতো। আগুনে সেগুলো পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার কিছু সময় পরই নির্বাপণ কাজ শুরু করে তারা। তবে তীব্র ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেটে তেজগাঁও কলেজের পাশে মানসী প্লাজা নামের ভবনটির তৃতীয় তলা থেকে ৭ম তলা পর্যন্ত ডিএমসিবি’র প্রধান কার্যালয়ের অফিস। ভবনের বেজমেন্ট ব্যাংকটির নথিপত্র রাখার কাজে ব্যবহৃত হয়। নিচতলায় তোফাজ্জল বুক হাউজ ও ছাওয়াল বুক হাউজ নামে বড় দুটি বইয়ের দোকান। দ্বিতীয় তলায় ডেন্টাল পয়েন্ট নামে দাঁতের চিকিৎসাকেন্দ্র রয়েছে। গতকাল সকাল ৯টার দিকে ভবনের বেজমেন্ট থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন শুরু করে। তবে ধোঁয়া রোধ করা যাচ্ছিল না। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ভবনেও।
নির্বাপনের দায়িত্বে থাকা এক ফায়ার সদস্য বলেন, আগুন তেমন বড় না হলেও ধোঁয়ার তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে বেশ সময় লাগে। আগুন যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে- এমন সম্ভাবনা ছিল। এ জন্য চারদিক থেকে নির্বাপণের চেষ্টা করা হয়, যাতে আগুন কোনোভাবেই ছড়াতে না পারে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, বেজমেন্টে প্রচুর পরিমাণে ব্যাংকটির বিভিন্ন নথিপত্র ছিল, সেগুলো পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা