২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

আড়াইহাজারে গৃহবধূ ও গৌরনদীতে ভ্যানচালক নিহত

-

পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল নারাণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূ এবং বরিশালের গৌরনদীতে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া অটো সিএনজির রডে হোঁচট খেয়ে মাথায় গুরুতর জখম হয়ে রুবি বেগম (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবি ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্ছারামপুর উপজেলার দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে রুবি বেগম নিজ বাড়ি যাওয়ার উদ্দেশে ভুলতা থেকে অটো সিএনজিতে বিশনন্দী যাচ্ছিলেন। চালক হেলাল উদ্দিন শুরুতে বেপরোয়া গতিতে তার সিএনজি অটো চালালে ওই নারী তাকে বারবার সতর্কতার সহিত আরো কম গতিতে চালানোর অনুরোধ করেন। কিন্তু চালক তার কথার কোনো কর্ণপাত না করে গতি আরো বাড়িয়ে দেন। ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি এলাকায় সিএনজি অটো পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক থামানো চেষ্টা করলে রুবি সিএনজি অটোর রডে হোঁচট খেয়ে মাথায় গুরুতম জখম হয়। দ্রুত তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সিএনজি অটো চালক হেলালউদ্দিনকে (৩০) আটক করে যান চলাচল বন্ধ করে দেন। এতে কালাবাড়িবাড়ি এলাকায় তীব্্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ঘরমুখো যাত্রী সাধারণ।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদীতে বেপরোয়া গতির বাসের চাপায় সাইদুল হাওলাদার (৩৭) নামের এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী নিলখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে। এ ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছে।
শ্রাবণী পরিবহনের বরগুনাগামী যাত্রী সাথী আক্তার অভিযোগ করে বলেন, অনেকক্ষণ যাবৎ বাসে থাকা আত্মীয়ের সাথে কথা বলছিলেন চালক। চলন্ত অবস্থায় চালককে এভাবে কথা বলতে দেখে বাধা প্রদান করেন যাত্রীরা। এ নিয়ে মহাসড়কের গৌরনদী আরিফ ফিলিং স্টেশন এলাকায় এলে বাস থামিয়ে যাত্রীদের সাথে ক্ষীপ্ত হয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বাসচালক। এ ঘটনার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙে বাস ডোবায় পড়ে যায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: বিপুল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী শ্রাবণী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙে ডোবায় পড়ে যায়। এতে ভ্যানের চালকসহ পাঁচ যাত্রী ও বাসের এক শিশু আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ভ্যান যাত্রী সাইদুল হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়াও ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement