বঙ্গবন্ধু ড্রাইভার পরিষদের নেতা নুর করিম এখন উপদেষ্টার গাড়ি চালক!
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৫
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর দাপুটে গাড়ি চালক নুর করিম আরো ক্ষমতাধর হয়ে উঠছেন। সাবেক সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়ি চালিয়ে এখন নিয়োগ পেয়েছেন উপদেষ্টার ড্রাইভার হিসেবে। যার প্রভাব খাটিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা ভাইকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন। তার দাপটে অতিষ্ঠ সহকর্মী ও এলাকাবাসী বলছেন, বঙ্গবন্ধু ড্রাইভার পরিষদের নেতা নুর করিম শাস্তির বদলে পুরস্কার হিসেবে উপদেষ্টার গাড়ি চালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সুতরাং ধরাকে সরাজ্ঞান করা তার জন্য কোনো ব্যাপার না। ক্ষমতার অপব্যবহার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন ছাত্র-জনতা হত্যা মামলার দু’জন আসামিকে। এর মধ্যে একজন তার আপন ভাই আবু চিশতি। তিনি ছাত্র-জনতা হত্যা মামলার তাালিকাভুক্ত আসামি।
অভিযোগ রয়েছে নুর করিমের বাড়ি জামালপুরে। তার বাবার নাম মৃত গণি চিশতি। নুর করিম বঙ্গবন্ধু ড্রাইভার পরিষদের উচ্চ পর্যায়ের নেতা হওয়ায় সব সময় মন্ত্রী প্রতিমন্ত্রীদের গাড়ি চালিয়েছেন। ২০০৯ সাল থেকে তিনি আওয়ামী লীগ সরকারের একজন প্রতিমন্ত্রীর গাড়ি চালাতেন। এরপর মন্ত্রী ইয়াফেস উসমান ও পরে ডেপুটি স্পিকারের গাড়ি চালিয়েছেন। শেষে তিনি ডেপুটি স্পিকারের গাড়ি চালানো অবস্থায় বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়। এ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি শান্তি সমাবেশে যোগ দেন এবং ডেপুটি স্পিকারের নির্দেশে দ্রুতগতি গাড়ি চালিয়ে ছাত্র-জনতার ওপর তুলে দেয়ার চেষ্টা করেন। তার বড় ভাই আবু চিশতি যুবলীগের উচ্চপর্যায়ের নেতা। ছাত্র-জনতা হত্যা মামলার আসামি হলেও ভাই নুর করিমের ছত্রছায়ায় বহাল তবিয়তে ঘুরছেন। তাকে মামলা থেকে বাঁচাতে চালাচ্ছেন নানামুখী তৎপরতা।
পরিববহন পুলের বৈষম্যের শিকার চালকরা অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধু পরিষদের নেতা হওয়ায় সব সময় প্রভাব খাটিয়ে অন্যদের দাবিয়ে রেখে ভিআইপিদের গাড়ি চালিয়ে আসছেন নুর করিম। যার কারণে নিপীড়িত ড্রাইভাররা ভালো কোনো গাড়ি চালাতে পারেননি। মন্ত্রীদের দাপট দেখি কামিয়েছেন কোটি কোটি টাকা, যা দিয়ে ঢাকার মোহাম্মদপুরে ৬ তলা বাড়ি, এলাকায় বিপুল পরিমাণ জমির মালিক হয়েছেন। সরকারের পরিবর্তনের সময় ভয়ে থাকলেও উপদেষ্টার গাড়ি চালক হিসেবে নিয়োগ পাওয়ার ফুলেফেঁপে ওঠেন। বৈষম্যের শিকার চালকদের আরো বেশি দাবিয়ে রাখার চেষ্টা করছেন। এ ব্যাপারে জানতে নুর করিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে পরিবহন পুলের সহকারী পরিচালক (সড়ক) রেজাউল করিম বলেন, আলী ইমাম স্যারের গাড়ি চালক নুর করিম। তবে তালিকা দেখে নিশ্চিত ভাবে বলা যাবে।
জানতে চাইলে উপদেষ্টা আলী ইমাম বলেন, আমাকে দেয়া ড্রাইভারকে করিম নামে জানি। অন্য কিছু বলতে পারব না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা