২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আগস্ট বিপ্লবের মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে : ডা: তাহের

মেহেরপুর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন গোলাম পরওয়ার : নয়া দিগন্ত -


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেছেন, জামায়াতে ইসলামীর রুকনকে হতে হবে এক একজন মডেল। জামায়াতের রুকন কোনো পদ পদবি নয়, এটি মুমিনের সিঁড়ি মাত্র। এ সিঁড়ি বেয়ে একজন সাচ্ছা মুমিন হবেন মুহসেনিন আর মোত্তাকি। তিনি বলেন, রাসূল সা: পাঁচজনকে সাথে নিয়ে অন্ধকার সমাজ আলোকিত করার আন্দোলন শুরু করেছিলেন সে আন্দোলন সময়ের ব্যবধানে বিকশিত হয়ে গোটা দুনিয়া পরিবর্তন করেছিল। জামায়াত এদেশের মানুষের চিন্তার পরিবর্তনের আন্দোলন শুরু করেছিল অনেক আগে। মহান আল্লাহ ৫ আগস্টে বিপ্লবের মাধ্যমে জামায়াতের আন্দোলনে নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এ সুযোগকে শতভাগ কাজে লাগাতে পারলে জামায়াত হবে মানুষের আশা আকাক্সক্ষার ও দেশের বৃহত্তম দল।
গতকাল সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন সিকদার।
উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী, রফিকুল ইসলাম, অধ্যক্ষ নুরুন্নবী, মাস্টার নুরুচ্ছালাম, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন ও মাওলানা জামাল হোসাইন।
সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার ২০২৫-২০২৬ সেশন নতুন আমিরের শপথ ও নতুন সেশনের শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিএনপিসহ সব দলের সাথে গভীর সম্পর্ক রয়েছে জামায়াতের : গোলাম পরওয়ার
মেহেরপুর প্রতিনিধি জানান, রাষ্ট্র সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন হবে। এই যৌক্তিক সময় কত দিন বা কত বছর তা নির্দিষ্ট করে বলা যাবে না। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই নির্বাচন হতে পারে।
গতকাল বিকেলে মেহেরপুরের ড. শহীদ সামজুজ্জোহা পার্কে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি আরো বলেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক সংগঠনের সাথে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামী আন্দোলনের দলগুলোসহ সব দলের সাথে সংলাপ চলছে। গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সাথেই জোটবোদ্ধ নির্বাচন করবে জামায়াত।
সম্মেলনে বিশেষ বক্তব্য রাখেন জাময়াতের কেন্দ্রীয় পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, গাংনী উপজেলা জামায়াতের আমির ডাক্তার রবিউল ইসলাম, মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক।

ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের দায়িত্বশীলদের শপথ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে ক্রমেই মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। সংগঠন, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেয়ার মতো যোগ্য নেতৃত্ব রয়েছে জামায়াতে ইসলামীর। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে মানুষ জামায়াতে ইসলামীর ওপর আস্থাশীল।
গতকাল রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ২০২৫-২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথমে মজলিসে শূরার প্রথম পর্যায়ে নির্বাচিত ২০৬ জন সদস্যকে (নারী-পুরুষ পৃথকভাবে) শপথ পাঠ করানো হয়। পরে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত ৪১ জনের শপথ শেষে ২০২৫-২৬ সেশনের কর্মপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত নায়েবে আমির আবদুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ শপথ গ্রহণ করেন। এ ছাড়াও সহকারী সেক্রেটারি হিসেবে মুহাম্মদ দেলোয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ কামাল হোসেন, ড. আবদুল মান্নান ও শামসুর রহমান শপথ পাঠ করেন। ঢাকা মহানগরী দক্ষিণের সব দায়িত্বশীলকে শপথ পাঠ করান মো: নূরুল ইসলাম বুলবুল।

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে কোনো ভাঙাচোরা রাস্তা থাকবে না : সেলিম উদ্দিন
বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন বলেছেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের ভাঙাচোরা রাস্তার কথা দীর্ঘদিন থেকে মানুষের যন্ত্রণার কারণ, তবে আগামীতে এই এলাকার কোনো রাস্তাই ভাঙাচোরা থাকবে না। তিনি বিয়ানীবাজারে বিপদগ্রস্ত শ্রমিক ও অসহায় মানুষের জন্য কল্যাণ ফান্ড গঠন করার কথা উল্লেখ করে বলেন, কর্মহীন মানুষের জন্য কর্জে হাসানা ব্যাংকিং পদ্ধতিতে চালু করবেন। এছাড়া দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ফান্ডের সহায়তায় ৫০ শতাংশ খরচ কমিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা।
তিনি শুক্রবার (২২ নভেম্বর) সকালে বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিপুল নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী আবুল কাশেম, সহকারী সেক্রেটারি রোকনুজ্জামান ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ছাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, সিলেট জেলার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, পৌর জামায়াতের আমির মাওলানা জমির হোসেন, ১১ নম্বর লাউতা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন, ১০ নম্বর মুড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফরিদ আল মামুন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ।

ইপিজেডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন বিতরণ জামায়াতের
চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী বেডিবাঁধে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টিনগুলো বিতরণ করেন।
এ সময় উপস্থি ছিলেন ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকাররম, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, ৩৯ নম্বর ওয়ার্ড আমির ওসমান গনি, জামায়াত নেতা মোহাম্মদ সাহেদ, হাফেজ আলমগীর হোসাইন রহিম বিশ্বাস, মামুন খান, শফিউল আজম, মোহাম্মদ হোসেন, মো: ইউনুস, ডা: কালাম, জাহাঙ্গীর, কামরুল ইসলাম, কাজী টিপু, ডা: জাহিদ, নোমান, রাকিন, শাহীন, জিয়াউর রহমান, মজিবুল হক বকুল, ডা: মেজবাহ উদ্দিন মনসুর, জাহিদ হোসেন, জামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি।

জামায়াতের শীর্ষ নেতার কেউ দেশ ছেড়ে পালায়নি : অধ্যক্ষ শাহাবুদ্দিন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, যারা কুরআন বুকে আঁকড়ে ধরে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন তারা দেশের মহব্বত ছাড়তে পারেন না। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলেও কেউ দেশ ছেড়ে পালাননি। সুষ্ঠু বিচার হলে খুনি হাসিনার ফাঁসি অবধারিত। তাই সে জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে।
তিনি গতকাল বগুড়ার শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে মালতিনগর সাংগঠনিক থানা আয়োজিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক আব্দুল হাদি শফিকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, আসলাম হোসেন বিপু প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল