২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

৩ জেলায় সড়কে ৪ জন নিহত

-

বরিশালের গৌরনদীতে ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় নসিমনচাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের গৌরীপুরে দুর্ঘটনায় কৃষক দলের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে ঘটনাস্থলেই ট্রাকচালক মুকুল (৩৫) ও ব্যবসায়ী বাদল মোল্লা (৪০) নামে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাঁরাকুপি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: আমিনুর রহমান জানান, মালামাল বিক্রি করে বরিশাল থেকে খালি ট্রাক নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল তারা। পথিমধ্যে মহাসড়কের তাঁরাকুপি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় উল্টে পড়ে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
কলাপাড়ায় ও কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে টিউবওয়েলের পাইপ বোঝাই নসিমন উল্টে চাপা পড়ে মিনারা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার সময় চরচাপলী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মিনারা বেগম চরচাপলী গ্রামে ছগির হাওলাদারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ সকালে বাড়ির পাশের পুকুর ঘাটে বসে থালাবাসন ধৌত করছিলেন। এ সময় পাশের রাস্তা দিয়ে টিউবওয়লের পাইপবোঝাই একটি নসিমন উল্টে তার গায়ের ওপর পড়ে। এতে চাপাপড়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ। পরে স্থানীয়রা পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করেন। মহিপুর থানার অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। পরবর্তী আইনের ব্যবস্থা নেয়া হবে।’
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতা শেখ রাসেল মিয়া (২৮) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত রাসেল উপজেলার গৌরীপুর ইউনিয়নের সাতুতী গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রাসেল মিয়া গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়ন শাখা কৃষকদলের সাধারণ সম্পাদক। বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গৌরীপুর-কলতাপাড়া আঞ্চলিক সড়কের তাঁতকুড়া এলাকায় মোটরসাইকলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকের ধাক্কায় ছিটকে পড়ে। এ সময় গুরুতর আহত হন রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার জানান, এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা

সকল