২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জুরাইনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করে : নয়া দিগন্ত -

রাজধানীর জুরাইনে রাস্তা ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। এ সময় ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সাথে বন্ধ হয়ে যায় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ।
গতকাল শুক্রবার বেলা ১১টায় অটোরিকশা চলাচলের দাবিতে জুরাইন রেলগেট এলাকায় বিক্ষোভ শুরু করে তারা। প্রায় চার ঘণ্টা পর অবরোধ ছাড়লে যানবাহন ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অবরোধ শেষে গতকাল বিকেল ৩টার পর ঢাকা প্রথমে নকশিকাঁথা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যায়। এরপর আরো তিনটি ট্রেন ছেড়ে গেছে। তবে এর আগে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই অবস্থার শিকার হন জুরাইন সড়কে চলাচলরত যাত্রীরাও। তবে বিকেল ৩টার দিকে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা রাস্তা ও রেল লাইন ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিকেল ৩টার পর ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

 


আরো সংবাদ



premium cement