২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

প্রধান শিক্ষকসহ ৩ জন নিহত

-

পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল এক প্রধান শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন।
সালথা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের সালথায় স্কুলে আসার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো: এসকেন্দার আলী (৫৫) নামে এক প্রধান শিক্ষক মারা গেছেন। বৃহস্পতিবার গুরুতর আহত আবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মিজানুর রহমান নামে আরেক সহকারী শিক্ষক আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত এসকেন্দার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে ও গোয়ালপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এক ছেলে ও এক মেয়েরজনক।
আহত গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো: মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষক এসকেন্দার আলী ফরিদপুর শহরের বাসায় বসবাস করেন। সেখান থেকে আমরা প্রতিনিদিন মোটরসাইকেলযোগে স্কুলে যাওয়া-আসা করি। স্কুলে আসার পথে আরেকটি মোটরসাইকেলের সাথে আমাদের মোটরাসাইকেলের সংঘর্ষ হয়। এতে প্রধান শিক্ষক মাথায় প্রচণ্ড আঘাত পান।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইটবাহী ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাইফা আক্তার (৩) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুলু মিয়ার নতুন বাড়ির নুর আমিনের মেয়ে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ভুলু মিয়ার নতুন বাড়ির সামনের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বিকেলে দিকে বাড়ির সামনের সড়কের পাশে দাঁড়ানো ছিল সাইফা। ওই সময় বালুবাহী বেপরোয়া গতির ট্রাক পেছন দিক থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিজস্ব প্রতিবেদক জানান, রাজধানীর শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মো: সজিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বন্ধু নিশান (২৫)। তারা তাদের এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত সজিবের বন্ধু মোজাহিদ জানান, সজিব স্টেডিয়াম মার্কেটে খেলাধুলা সামগ্রীর দোকানে চাকরি করেন। থাকেন ডেমরার সারুলিয়া সুকুরশী এলাকায়। বুধবার রাতে তাদের এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল, পুরান ঢাকার বিরানী বাজার এলাকায়। তারা অনুষ্ঠান শেষে শাহবাগ টিএসসিতে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। সেখানে চা খেয়ে বন্ধু নিশানকে চাঁনখারপুল নামিয়ে দিয়ে বাড়ি ফেরার কথা ছিল। এ সময় যাওয়ার পথে মেট্রোরেল স্টেশনের পাশে রমনা কালীমন্দিরের মন্দিরের গেটের কাছে ভাঙা সড়কের গর্তে পড়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তারা দু’জনই আহত হয়। দুর্ঘটনার সময় সজিব হেলমেট না পরে হাতে রেখেছিল বলেও জানান মোজাহিদ। তিনি বলেন, পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিশানের চিকিৎসা চলছে।


আরো সংবাদ



premium cement