২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ন ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফ্যাসিজম ফিরে আসার পথ চিরতরে বন্ধ করতে হবে : জুবায়ের

সিলেট সদর উপজেলা জামায়াতের সুধী সমাবেশে বক্তব্য রাখছেন এহসানুল মাহবুব জুবায়ের : নয়া দিগন্ত -

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দীর্ঘ স্বৈরশাসনে জাতির যে বৃহৎ ক্ষতি হয়েছে তা সম্মিলিতভাবে আমাদেরকেই পূরণ করতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে সমৃদ্ধির প্রতি এগিয়ে নিতে হবে। আমরা সংস্কার চাই, নির্বাচনও চাই। প্রয়োজনীয় সংস্কার হবে এবং নির্বাচনও হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্ব তুলে দেয়া। কিন্তু এর সাথে এই ফ্যাসিজম যেন আর ফিরে না আসে, সেই পথকে চিরতরে বন্ধ করে দিতে হবে।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কান্দিগাঁও ইউনিয়ন আমির আব্দুস সামাদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দীন, সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দীন, নায়েবে আমির আব্দুল লতিফ লালা, অ্যাডভোকেট মমিনুজ্জামান ও সহকারী সেক্রেটারি জৈন উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মখলিছুর রহমান ইমরান।


আরো সংবাদ



premium cement