১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বসুন্ধরা থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

প্রতি লিটারের দাম পড়বে ১৬৬ টাকা
-

বসুন্ধরা গ্রুপের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গ্রুপটির অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ফুডস লিমিটেড প্রতি লিটার ১৬৬ টাকা দরে এ তেল সরবরাহ করবে। ফলে এই তেল কিনতে সরকারের মোট খরচ হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮ কোটি লিটার সয়াবিন তেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৬ লাখ ৩৩ হাজার লিটার সয়াবিন তেল কেনার চুক্তি হয়েছে। লক্ষ্যমাত্রার অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার উদ্যোগ নেয়া হয়েছে।

সূত্র জানায়, স্থানীয়ভাবে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৬ এর আওতায় গত ২৩ সেপ্টেম্বর উন্মুক্ত দরপত্র (জাতীয়) আহ্বান করা হয়। দরপত্রের বিপরীতে আংশিক অর্থাৎ সর্বনি¤œ ৫৫ লাখ লিটারের প্রস্তাব দাখিলের সুযোগ রাখা হয়। দরপত্র বিজ্ঞপ্তি দুটি পত্রিকায় গত ২৩ অক্টোবর প্রকাশিত হয়। উল্লেখ্য, পিপিআর-২০০৮ এর বিধি ৬১ (৫) অনুযায়ী উন্মুক্ত দরপত্র পদ্ধতির অধীন স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে পণ্য সরবরাহ, কার্যসম্পাদন বা ভৌত সেবার জন্য বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের তারিখ থেকে দরপত্র প্রণয়ন ও দাখিলের জন্য ন্যূনতম ২৮ দিন সময় ধার্য রয়েছে। তবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গত ৪ জুনের সভায় ট্রেডিং টিসিবির জন্য স্থানীয় দরপত্র আহ্বানের ক্ষেত্রে সেই সময়সীমা ১৪ দিন অনুমোদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে, দরপত্র দাখিলের সর্বশেষ তারিখ ছিল গত ৫ নভেম্বর। আলোচ্য দরপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।
এই দরপত্র উন্মুক্তকরণ কমিটি গত ৫ নভেম্বর দরপত্র উন্মুক্ত করলে একটি দরপত্র জমা পড়ে। দেশীয় প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস ২ লিটার বোতলে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহের আগ্রহ প্রকাশ করে। দরপত্রে প্রতিষ্ঠানটি প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৬৬ টাকা উল্লেখ করেছে। তবে প্রতি লিটার সয়াবিন তেলের দাফতরিক মূল্য ১৬৮.৬৮ টাকা। সে হিসাবে প্রতিষ্ঠানটি প্রতি লিটারে ২.৬৮ টাকা কম দর উল্লেখ করেছে।

সূত্র জানায়, দরপত্র মূল্যায়ন কমিটির সভা গত ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় প্রাপ্ত ১টি দরপত্রের তুলনামূলক বিবরণী এবং সংযুক্ত কাগজাদি পর্যালোচনা করে সেটি রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। দরপত্র মূল্যায়ন কমিটি প্রাপ্ত প্রস্তাবিত দর নিয়ে আলোচনা করে। পরে পিপিআর ২০০৮ এর বিধি ৯৯ (অ) (আ) অনুযায়ী রেসপনসিভ দরদাতা বসুন্ধরা মাল্টি ফুডস লিমিটেডের দরপত্রে প্রস্তাবিত ৫৫ লাখ লিটার সয়াবিন তেলের সাথে প্রতি লিটার ১৬৬ টাকা দরে অবশিষ্ট ১ কোটি ৬৫ লাখ লিটারসহ সম্পূর্ণ পরিমাণ অর্থাৎ ২১ কোটি লিটার সয়াবিন তেল সরবরাহের জন্য সম্মতি চাওয়া হয়। তবে প্রতিষ্ঠানটি অবশিষ্ট পরিমাণ সয়াবিন তেল সরবরাহে অপারগতা জানায়।
সার্বিক অবস্থা বিবেচনা করে দরপত্র মূল্যায়ন কমিটি বসুন্ধরা মাল্টি ফুডসকে প্রতি লিটার ১৬৬ টাকা দরে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহের জন্য সুপারিশ করেছে। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে টিসিবি সূত্রে জানা গেছে। সেই সভা আগামী বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল