১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

তিন মোটরসাইকেল আরোহীসহ নিহত ৬

-

সুনামগঞ্জ, দিনাজপুর, পটিয়া, সরাইল ও ফুলপুরে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীসহ ছয় ব্যক্তি নিহত হয়েছেন।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের জামালগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গত রোববার রাত ৯টায় উপজেলার বেহেলী বাজার থেকে সাচনা বাজার আসার পথে সাচনাÑ বেহেলী সড়কের রাজাপুর ব্রিজের পাশে অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু আহত হন। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহতরা হলেনÑ বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আশিকনূর (৪৫) ও একই ইউনিয়নের বাগানী গ্রামের জামাল মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩২)। জানা গেছে, কুয়েত ফেরত প্রবাসী আশিকনূর তার বন্ধু সুলেমান মিয়াকে নিয়ে সাচনা বাজারে যাওয়ার পথে রাজাপুর ব্রিজের কাছে একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আশিকনূরকে জামালগঞ্জ সদর হাসপাতালে এবং সুলেমান মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
হাবিপ্রবি প্রতিনিধি জানান, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন পল্লী বিদ্যুৎ মোড়ে সড়ক দুর্ঘটনায় আবদুল মান্নান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আবদুল মান্নান হাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবদুল মান্নান মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় থেকে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে অপর দিক থেকে একটি ট্রাক একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে আবদুল মান্নানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: শামসুজ্জোহা জানান, ‘বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে যাওয়ার পথে দিনাজপুর পল্লী বিদ্যুৎ মোড়ে তার মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটি নিহত আবদুল মান্নানকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার লাশ পুলিশের মাধ্যমে দিনাজপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা ঘটিয়ে ট্রাক ড্রাইভার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলাকাবাসীর সহযোগিতায় জামতলী বাজারসংলগ্ন এলাকায় ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটকে রাখে। পরে শিক্ষার্থীরা ট্রাকসহ ড্রাইভারকে পুলিশের কাছে হস্তাস্তর করে।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বাঁশখালীতে শ্মশানে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অবিনাশ ধর (৭৬) নামে এক পথচারী বৃদ্ধ ঘটস্থলে নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় পটিয়া বাঁশখালী আনোয়ারা পিএবি সড়কের বাঁশখালী সাদনপুর এলাকায় এ ঘটনা ঘটে । নিহত অবিনাশ ধর কালিপুর ইউনিয়নের বিপিন চন্দ্র ধরের ছেলে বলে জানা গেছে।
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ফুলপুরে বাসের ধাক্কায় দুলাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তি হয়েছেন। তিনি উপজেলার মেরীগাই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। ময়মনসিংহ-শেরপুর সড়কের উপজেলার সখল্যা মোড় নামকস্থানে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। রাস্তা পারাপারের সময় ঢাকাগামী বাসের ধাক্কায় তিনি আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামুন স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গোপী কান্ত ঘোষ (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।
গতকাল ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোপী কান্ত ঘোষ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে।

 


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল