ইউনিয়ন ব্যাংকের লকার থেকে পিস্তলসহ ৪৭ রাউন্ড গুলি জব্দ
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ নভেম্বর ২০২৪, ০১:২৮
ব্যাংকের লকার থেকে একটি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডের এইচ আই ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় ইউনিয়ন ব্যাংকের অফিস কক্ষের লকার থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে সিটিটিসির একটি টিম।
ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিগুলো রাঙ্গামাটি চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মৃত জহিরুল হকের নামে লাইসেন্সকৃত ছিল। তিনি গত বছরের জুলাই মাসে মারা যান। অস্ত্র-গুলিগুলোর লাইসেন্সের মেয়াদ গত বছরের ৩১ ডিসেম্বর উত্তীর্ণ হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে যে, মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডের এইচ আই ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় ইউনিয়ন ব্যাংকের অফিস কক্ষের লকারে মৃত জহিরুল হকের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ অস্ত্র-গুলি রক্ষিত আছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১১টার দিকে ওই স্থানে অভিযান চালিয়ে ০.৩২ বোরের একটি এনবিপি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ৪৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে গত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
অপরদিকে গত রোববার রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হ্যান্ড গ্রেনেড, ৯টি ম্যাগজিন ও ৭২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ছয়টি হ্যান্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করে সিটিটিসি বোম্ব ডিসপোজাল ইউনিট।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, বনানী ডিওএইচএস এলাকার ৫ নম্বর রোডের লেক পাড়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর মরিচাধরা পুরাতন ছয়টি হ্যান্ড গ্রেনেড, ৯টি ম্যাগজিন ও ৭২৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করে। তিনি বলেন, রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়। গ্রেনেডগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ বিবেচনায় জনস্বার্থে ছয়টি হ্যান্ড গ্রেনেড রাত ১০টা ৫ মিনিটে উদ্ধারপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। তিনি জানান, উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্যবহৃত হয়েছিল মর্মে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড, ম্যাগজিন ও গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা