১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
হেলথ টিপস

সময়োপযোগী ৩ পানীয়

-

শরীরের সুস্থতা ও পানিশূন্যতা প্রতিরোধের জন্য নিয়মিত পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়া জরুরি। হতে পারে তা ডাবের পানি, স্যালাইন কিংবা স্যুপ। এছাড়া বিভিন্ন ধরনের উপকারী পানীয় তো রয়েছেই। শীত আসতে চলেছে প্রকৃতিতে। এসময় আমাদের শরীর কিছুটা নাজুক হয়ে থাকে। প্রকৃতির পরিবর্তনের সাথে মানিয়ে নিতে গিয়ে সর্দি, কাশি, জ্বর, গলাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই এসময় খাবারের তালিকায় রাখতে হবে এমন কিছু পানীয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।
লেবু-মধু পানি : হালকা গরম পানিতে লেবু এবং মধু একটি ক্লাসিক পানীয় যা বিভিন্ন কারণে জনপ্রিয়। লেবু হজমে সহায়তা করে এবং লিভারকে ডিটক্সিফাই করে, মধু অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের পাশাপাশি প্রাকৃতিক মিষ্টি সরবরাহ করে। এই সংমিশ্রণ হজম প্রক্রিয়া সহজ করতে সাহায্য করতে পারে, টক্সিন বের করে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেকটা লেবুর রস বের করে তাতে এক চা চামচ মধু দিয়ে নাড়ুন। এবার পান করুন।
পুদিনা ও তুলসী : পুদিনা এবং তুলসী একসাথে সতেজ পানীয় তৈরি করে যা পেটকে প্রশমিত করতে পারে এবং শরীরকে সতেজ করতে সহায়তা করে। তুলসী অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে, পুদিনা হজমে সহায়তা করে এবং শীতল স্পর্শ যোগ করে। গরম পানিতে কয়েকটি তাজা তুলসী পাতা এবং পুদিনা পাতা যোগ করুন এবং এটি কয়েক মিনিটের জন্য ফুটতে দিন। এই সুগন্ধযুক্ত পানীয় আপনাকে সতেজ এবং সকালের অলসতা দূর করবে।
আপেল সাইডার ভিনেগার ও মধু : যারা সামান্য ট্যাঞ্জি পানীয় পছন্দ করেন তাদের জন্য অ্যাপেল সাইডার ভিনেগার এবং মধু টনিক একটি চমৎকার পছন্দ। অ্যাপেল সাইডার ভিনেগার হজমে সহায়তা করে এবং পিএইচ স্তরের ভারসাম্য রক্ষার জন্য পরিচিত, মধু মিষ্টির ছোঁয়া যোগ করে এবং এর অ্যান্টিমাইক্রোবিয়াল সুবিধা রয়েছে। এক গ্লাস গরম পানিতে এক চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং এক চা চামচ মধু মিশিয়ে ভালো করে নাড়ুন এবং আস্তে আস্তে চুমুক দিন। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল