সুইমিংপুলে ৩ বান্ধবীর মৃত্যু!
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৯ নভেম্বর ২০২৪, ০১:২৭
তিন বান্ধবী ঘুরতে গিয়েছিলেন সমুদ্র-সংলগ্ন এক রিসোর্টে। কিন্তু তাদের কেউই সাঁতার জানতেন না। তবুও সুইমিং পুলে নামেন তারা। তিনজনই মৃত্যুবরণ করেছেন। ভারতের কর্ণাটকের মঙ্গলুরুতে ঘটেছে এমন ঘটনা ।
সলিল সমাধি হওয়া এরা হলেন, ২১ বছর বয়সী নিশিতা এমডি, ২০ বছর বয়সী পার্বতী এস এবং ২১ বছর বয়সী কীর্থনা এন। তারা মাইসুরুর প্রকৌশলের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আনন্দ উপভোগের উদ্দেশ্যে তারা ‘ভাজকো’ নামের ওই রিসোর্টে যান।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সুইমিং পুলের অগভীর অংশে দাঁড়িয়ে ছিলেন তারা । কিন্তু একপর্যায়ে এক বান্ধবী গভীর পানির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা থেকেই ঘটে বিপত্তি। পানিতে হাবুডুবু খেতে দেখে অন্য দুই বান্ধবী তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তারাও গভীর পানির ফাঁদে আটকে পড়েন। একপর্যায়ে সাহায্য পেতে ব্যর্থ হয়ে তারা পানিতে তলিয়ে যান।
রিসোর্টের কর্মীরা পরে তাদের নিথর দেহ উদ্ধার করেন। মঙ্গলুরু পুলিশ জানায়, এটি একটি ‘দুর্ঘটনা’। এ ঘটনায় পুলের আশপাশে কোনো লাইফগার্ড না থাকা এবং পুলের গভীরতা সম্পর্কিত কোনো সাইনবোর্ড না থাকার বিষয়টিও সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, রিসোর্ট কর্তৃপক্ষের নিরাপত্তা গাফিলতির কারণে এ করুণ পরিণতি ঘটেছে। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা