১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

পৃথক দুর্ঘটনায় ১৪ জন নিহত

-


১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে কলেজের ছাত্র-ছাত্রী, নারী গার্মেন্টকর্মী ও স্কুলের শিক্ষক রয়েছে।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই ঢুলিভিটা নামক স্থানে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রাক থামিয়ে ট্রাকের নিচে ওই ট্রাকের চালক ও হেলপার মেরামতের কাজ করছিল। এ সময় ঢাকাগামী অন্য একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ইট বোঝাই ট্রাকের মেরামতকারী হেল্পার ও চালক নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনার সংবাদ শুনে ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সাভার হাইওয়ে থানার এসআই আঞ্জিলের নিকট হস্তান্তর করা হয়। নিহতরা হচ্ছে কাঞ্চন (২৬) ও আশরাফুল (২৫)। তাদের বাড়ি জামালপুরে। হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালক পালিয়ে যায়।

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি টেকনাফ নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন। নিহত আব্দুর রহমান উখিয়ার মরিচ্যা এলাকার আব্দুল গফুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই দস্তগীর হোসাইন মানিক। তিনি বলেন, রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা অংশের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান নামের এক যুবক নিহত হন। এ দিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বিদেশী নাগরিক। তার নাম ড্যানিয়েল পল (৪৯)। তিনি অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা বলে পুলিশ জানায়। উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ড্যানিয়েল পল মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানায়, দেশী-বিদেশী পর্যটকেরা কক্সবাজারে বেড়াতে এসে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালান। এসব মোটরসাইকেলে ঘুরার সময় বিভিন্ন যানবাহনের সাথে সংঘর্ষে গত তিন মাসে পাঁচ পর্যটক মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী পোশাক শ্রমিক এবং অপরজন শিক্ষার্থী। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে এবং সদর থানার রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মালিয়াপাড়া গ্রামের বিলকিস আক্তার (২৮) এবং গাজীপুর মহানগরীর বাংলাবাজারের বাহাদুরপুর এলাকার নির্মল সরকারের ছেলে নিলয় সরকার (২০)।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের জিএম আইডিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক জামায়াত নেতা আব্দুর রহিম (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল রোববার বেলা ২টায় নওগাঁ-রাজশাহী সড়কের মোহনপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত প্রধান শিক্ষক আদমদীঘি উপজেলা সদরের গোড়গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
জানা যায়, গত রোববার দুপুর ১২টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নওগাঁ-রাজশাহী সড়কের মোহনপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন প্রধান শিক্ষক আব্দুর রহিম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ।

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার বোরহানউদ্দিনের আলম বাজারে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টায় ভোলা-চরফ্যাশন মহাসড়কের বোরহানউদ্দিন আলম বাজারে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বাজার ব্যবসায়ী নুরে আলম জানান, ভোলা থেকে আসা দ্রতগামী একটি সিএনজি আলম বাজারে একটি চলন্ত বাসকে ক্রস করার সময় সাইড দিতে গিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা খায়। এ সময় সিএনজি যাত্রী বাবা মো: মিজানুর রহমান মনিরের কাঁধে থাকা শিশু মুনতাহার (৪) মাথায় প্রচণ্ড আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা সিএনজিটি আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে।

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জানান, লালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার ধবলসতী রহমানপুর মৌজার হাজীগঞ্জ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালামের বাড়ি একই উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের ললিতারহাট মৌজায়।
পুলিশ জানায় আবুল কালাম সকালে বাড়ি থেকে কামারেরহাট ধান ভাঙা মিলে যাওয়ার পথে হাজীগঞ্জ বাজারে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল চালক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ মাস্টারের মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে আবুল কালাম ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়। ওই অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হসপিটালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জমির আলী (৫৭) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
গতকাল উপজেলার শান্তিনগর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত জমির আলী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জাফরগঞ্জ এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মারগুব তৌহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল দ্রুতগতির একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিসৎক জমির আলীকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালু বোঝাই গাড়ির নিচে পড়ে এক শিশু ও মাহেন্দ্র উল্টে আরেক যুবক নিহত হয়েছে। গতকাল সকালে বাড়ির পাশে স্কুলে যাওয়ার পথে শিশুটি দুর্ঘটনার শিকার হন। অপর দিকে দুপুরে কিশোরগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে মাহেন্দ্র উল্টে পাশের খাদে পড়ে গেলে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত শিশুর নাম হাবিব (৫)। সে স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষার্থী ও উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। আর মাহেন্দ্র দুর্ঘটনার শিকার যুবকের নাম শাহজাহান (৪২)। নিহত শাহজাহান উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি চরপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: ওবায়দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দু’টি লাশের আইনগত পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মনিরামপুর (যশোর) সংবাদদাতা জানান, যশোরের মনিরামপুরে মোটরসাইকেলে করে ভাগ্নে এবং মামি কলেজে যাবার সময় পিছন থেকে ট্রাকের চাপায় ভাগ্নে একাদশ শ্রেণির ছাত্র মারুফ হোসেন নিহত হয়। গুরুতর আহত হয় অনার্স প্রথম বর্ষের ছাত্রী মামি রিমি খাতুন। রোববার সকাল সাড়ে ৯টায় পৌরশহরের বিজয়রামপুর এলাকার খইতলা মোড়ে এ ঘটনা ঘটে। একমাত্র ছেলের অকাল মৃত্যুতে মারুফের পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত মারুফ হোসেন উপজেলার মুন্সিখানপুর গ্রামের বাসিন্দা একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হাসান আলীর একমাত্র ছেলে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের গলাকাটি নামক স্থানে গতকাল বিকেল সাড়ে ৪টার সময় রবিউল ইসলাম রবি মাস্টার (৪২) নামে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত স্কুুল শিক্ষক রবি উপজেলার ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি নারায়ণপুর গ্রামের মো: তোফাজ্জল হোসেন মহুরির ছেলে।

 

 


আরো সংবাদ



premium cement