স্বৈরাচার সরকার নির্বিচারে মানুষ গুম করেছে : মুজিবুর রহমান
- নাটোর প্রতিনিধি
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:৫৬
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচার সরকারের সকল লোকই শিক্ষিত ছিল কিন্তু তাদের নৈতিক শিক্ষা না থাকায় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সাথে সাথে তারা নির্বিচারে দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে। চরিত্রহীন মানুষ পশুর সমান। তাই শুধু শিক্ষিত নয় দেশে নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ তৈরি করতে হবে। চরিত্রবান মানুষ তৈরীর জন্য দেশের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষকরা আগে নিজে ভালো করে শিক্ষা গ্রহণ করে পরে শিক্ষার্থীদের সুন্দরভাবে সুশিক্ষা প্রদান করতে হবে। মুসলিম ছাত্রছাত্রীদের কুরআন শিক্ষার জন্য উৎসাহিত করতে হবে। সব ধর্মের অনুসারীদেরই যার যার ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যেই সংসদ নির্বাচন দেবে বলে জামায়াত বিশ^াস করে। দেশের মানুষ যেন তাদের পছন্দের দল ও প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন এ জন্যই দেশের ছাত্র-জনতা আন্দোলন করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, দেশের মানুষ জামায়াতে ইসলামীকে সুযোগ দিলে জামায়াত ক্ষমতায় গেলে দেশের মোট বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে। স্কুল কলেজের মতো মাদরাসা শিক্ষায় সব সুযোগ সুবিধা দেয়া হবে এবং সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।
গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখা আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে নাটোর জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্যসচিব ড. ইকবাল হোসেন ভূঁইয়া, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর মো: নূরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো: সাদেকুর রহমান, রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, জেলা- জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের নেতা অধ্যাপক সাইদুর রহমান, আফসার আলী ও প্রভাষক আলী আল মাসুদ মিলন প্রমুখ।
ন্যায্য ভোটাধিকারের জন্য কাজ করতে হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার জালালাবাদ কুলগাঁও ওয়ার্ডের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আবু হানিফ দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
এতে বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন। দারসুল কুরআন পেশ করেন মসজিদে তাইয়্যেবার খতিব হাফেজ মাওলানা নুরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জালাল। সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এনামুল হক এনাম, ওয়ার্ড সেক্রেটারি জয়নুল আবেদিন, নূরতাজ হোসেন, আব্দুস শাকুর, আবু সামাসহ অন্য দায়িত্বশীলরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, দেশে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সব শ্রেণিপেশার মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
জনগণের প্রত্যাশা সরকার সংস্কার সম্পন্ন করে অর্থবহ নির্বাচনের ব্যবস্থা করবেন : মোবারক হোসাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, ‘ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। দেশের মানুষ শান্তি ও স্বস্তি ফিরে পেয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। তাই দেশের আপামর জনতাকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সহযোগিতা করার জন্য আমি জামায়াতের নবনির্বাচিত দায়িত্বশীলগণের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, দেশের মানুষের দীর্ঘদিনের লালিত আকাক্সক্ষা তারা নির্ভয়ে-নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা। এজন্য আমরা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়ার কথা বলছি। জনগণের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশে একটি অর্থবহ নির্বাচনের ব্যবস্থা করবেন।
গতকাল ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর ট্রাস্ট মিলনায়তনে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো: আবুবকরের সভাপতিত্বে মজলিসে শূরার এক অধিবেশন ও দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়েছে। অধিবেশনে ঝিনাইদহ জেলা জামায়াতের ৩১ জন মজলিসে শূরা সদস্য, জেলা নায়েবে আমির ও জেলা সেক্রেটারিকে শপথ বাক্য পাঠ করান জেলা আমির অধ্যাপক আলী আজম মো: আবুবকর। এ সময় অধিবেশনের প্রধান অতিথি মোবারক হোসাইন প্রদত্ত বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা