১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিঙ্গাপুরে শিশু মুসা হাত-পা নাড়ছে

সিঙ্গাপুরে শিশু মুসা হাত-পা নাড়ছে -

জুলাই গণ-আন্দোলনে গুলিবিদ্ধ শিশু মুসা এখন হাত-পা নাড়ছে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন মুসার সর্বশেষ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন। গতকাল তিনি জানান, গত ২২ অক্টোবর মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে শিশু মুসাকে সিঙ্গাপুরে নেয়ার পরই সে কোভিড-১৯ পজিটিভ হয়।
সেখানে নেয়ার পরই সে কোভিড-১৯ পজিটিভ হয়। ফলে প্রথম করোনা চিকিৎসা করানো হয়। করোনা থেকে কিছুটা সুস্থ হলে তার গুলিবিদ্ধ মাথার চিকিৎসা শুরু হয়। এখন মুসা কিছুটা ভালো আছে, হাত-পা নাড়াতে পারছে। চোখ খুলতে এবং বসতে পারছে। ইয়ামিন তার ফেসবুকে লিখেছেন যে, আশা ছেড়ে দিয়েছিলেন মুসার পরিবারের সদস্যরা। মৃত ভেবে দাফন-কাফনের প্রস্তুতির কথাও বলছিল স্বজনদের কেউ কেউ। তবে সেই সময়েও হাল ছাড়েনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। শুরুতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, এরপর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), সর্বশেষ চেষ্টা হিসেবে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেই ছোট্ট মুসা অবশেষে চোখ খুলেছে, নাড়তে শুরু করেছে হাত-পা। গুলিবিদ্ধ হওয়ার সময় মুসা ছিল তার দাদীর কোলে। তখন একটি বুলেট মুসার দাদীর পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে মুসার মাথায় লাগে। দাদী সাথে সাথেই মারা গেলেও বেঁচে যায় মুসা। ইয়ামিন লিখেছেন, মুসার চিকিৎসার জন্য সরকার প্রথম ধাপে আনুষঙ্গিক খরচ ছাড়াও মুসার জন্য এক কোটি ৭৫ লাখ টাকা পাঠিয়েছে সিঙ্গাপুরে। দ্বিতীয় ধাপে আরো এক কোটি টাকা পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়াও সরকারি খরচে থাইল্যান্ডে চিকিৎসা চলছে ৩ জনের। আরো ১০ থেকে ১২ জনকে বিদেশ পাঠানোর প্রস্তুতি চলছে।
গতকাল ইয়ামিন বলেন, ‘আজকে সকালের আপডেট হলো মুসা হাত-পা নাড়ছে, চোখ খুলছে, বসতে পারছে। এটা আমাদের কাছে অবিশ্বাস্য লাগছে। মুসাকে সিঙ্গাপুরে পাঠানোর পেছনে দৌড়ঝাঁপ করার সৌভাগ্য হয়েছিল আমার। এখন আমার চোখে-মুখে কী পরিমাণ আনন্দ তা ভাষায় প্রকাশ করার মতো না।’


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল