১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পঞ্চগড়ে ১৭ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

-

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এখানে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। প্রতিদিন একটু একটু করে বাড়ছে শীতের তীব্রতা। নি¤œমুখী তাপমাত্রা বলে দিচ্ছে প্রচণ্ড ঠাণ্ডার দিন ঘনিয়ে আসছে। গতকাল শনিবার সকাল ৬টায় জেলায় সর্বনি¤œ তাপমাত্রা ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরে সূর্য উঠলেও হালকা কুয়াশায় ঢেকে গেছে প্রকৃতি। শুভ্র শিশির সবুজ ঘাসের ডগায় টলমল করছে। বৃষ্টির ফোটার মতো ঝরছে শিশির কণা। শিশির মাড়িয়ে কাজে যেতে দেখা যায় কৃষকদের।
জেলার বাসিন্দারা জানান, ধীরে ধীরে শীতের বার্তা বাড়ছে। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হচ্ছে। মাঝ রাত থেকে ভোর পর্যন্ত গায়ে কাথা, কম্বল নিয়ে ঘুমাতে হচ্ছে। উত্তরের জেলা পঞ্চগড় কাঞ্চনজঙ্গা পর্বতের অতি নিকটে। কাছাকাছি এলাকা হওয়ায় অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন ঘটে। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি থাকে। তবে নভেম্বর থেকেই শুরু হয় শীতের আমেজ। এ দিকে শীতকে কেন্দ্র করে তোড়জোড় শুরু হয়েছে ঘরে ঘরে। ব্যস্ততা বেড়েছে লেপতোষক কারিগরদের। প্রস্তুতি হিসেবে এমনিতে শীত আসার দুই-এক মাস আগে থেকেই কারিগরদের কর্মব্যস্ততা বেড়ে যায়। দোকানদাররা শীতের কাপড় আনতে শুরু করেছেন।
এ দিকে এখনো তীব্র শীত না পড়লেও গ্রাম এলাকায় শীতজনিত রোগও দেখা দিয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্কোরা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস। এখন প্রতিদিন তাপমাত্রা আরো কমতে শুরু করবে।


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল