২ নারীসহ ৮ জন নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
পিরোজপুর ও জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক কিশোর নিহত হয়েছে। নাইক্ষ্যংছড়িতে এক যুবকের মৃত্যু হয়েছে। পাবনার ভাঙ্গুড়ায় লরির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে এক শিশুশিক্ষার্থী ও অন্যান্য স্থানে আরো ৩ জন নিহত।
বাসস জানায়, পিরোজপুরের হুলারহাট-পিরোজপুর সড়কের নিমতলায় গতকাল একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আঁখি আক্তার (৩৪) নামের এক নারী নিহত হয়েছেন।
এ ঘটনায় অটোরিকশা চালক ইমরান, অটোরিকশা যাত্রী রেশমা বেগম, জহুরা বেগম, ফোরকান হাওলাদারসহ আরো ৪ জন আহত হয়েছেন। নিহত আঁখি কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামের ইমরান হাওলাদারের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বেকুটিয়া ব্রিজ থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্য দিকে যাত্রী নিয়ে অটোরিকশাটি পিরোজপুর থেকে কাউখালী যাচ্ছিল। এ সময় নিমতলা নামক স্থানে অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল নেয়ার পথে আঁখি মারা যায়।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেলের ধাক্কায় ছহিলা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা কওমি মহিলা মাদরাসা সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত ওই মহিলার বাড়ি চরপুঁটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামে বলে জানা গেছে। স্থানীয়রা আবু হাসেম নামে ওই মোটরসাইকেল চালককে আটক করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ছহিলা বেগম রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটি তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় আব্দুর রহমান (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে নবীনগর পশ্চিম পাড়ার ছোট্ট মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় আব্দুর রহমান রাস্তা পারাপারের সময় পেছন থেকে বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। ট্রলিটিকে আটক করা হয়েছে। নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় আবদুর রহমান নামে এক কিশোর নিহত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা জানান, বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সোনাইছড়ি ইউনিয়নের রেজু খালের ব্রিজের মাথায় পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে কাউসার সোহাগ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল বেলা সাড়ে ১১টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজু খালের ব্রিজের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউসার সোহাগ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার বাসিন্দা মো: বদি আলমের ছেলে।
স্থানীয় সোনাইছড়ির বাসিন্দা অংথোয়াহ্লা মার্মা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকার বাসিন্দা মো: বদি আলমের ছেলে কাউসার সোহাগ মোটরসাইকেল নিয়ে রেজু খালের ব্রিজের মাথায় পৌঁছলে বিপরীতমুখী ডাম্পার পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এই সংঘর্ষে কাউসার সোহাগ গুরুতর আহত হয়। এই সময় তাকে এলাকাবাসী উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে সোহাগের অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেন। চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার ভাঙ্গুড়ায় তেলের লরির চাকায় পিষ্ট হয়ে আবিদা সুলতানা আন্না (৫) নামের এক শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত আবিদা সুলতানা আন্না মল্লিকচক গ্রামের আলিমুল শেখের একমাত্র মেয়ে। এ সময় সামিয়া (৫) নামের অপর শিক্ষার্থী গুরুতর আহত হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। তারা দু’জনই মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাঙ্গুড়া-চাটমোহর মিনি বিশ^রোডের মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ওপর এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই তেলের লরির ড্রাইভার ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তেলের লরিটি আটকে রেখে রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, ভাঙ্গুড়ার দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসারসহ সদস্যবৃন্দ, ওসি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন।
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশভর্তি মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘাটাইল থানার ওসি মো: রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জোড়দীঘি বাজার এলাকা থেকে সাগরদীঘি বাজারের উদ্দেশ্যে ঘুরতে বের হন দুই বন্ধু। সাগরদীঘি-সখিপুর সড়কের হাজীগঞ্জ এলাকায় তাদের মোটরসাইকেলটি বাঁশভর্তি একটি মহিষের গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেলটি বাঁশভর্তি মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে সড়কে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। নিহত দুই বন্ধু হলেন উপজেলার সাগরদীঘি ইউনিয়নের জোড়দীঘি ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো: আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও একই এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহাদত হোসেন (১৮)।
জোড়দীঘি ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে গিয়ে রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা জানান, সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাসফিল্ড ১০ নাম্বার গ্যাস কূপের সামনে যাত্রীবাহী বাসের চাপায় সাদিকুর রহমান (৪০) নামের এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন।
গত বুধবার সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের গোয়াইনঘাট উপজেলার সিলেট গ্যাসফিল্ড লি:-এর ১০ নাম্বার গ্যান কূপ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিকুর রহমান জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের মরহুম লাল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কানাইঘাট উপজেলার চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা