অতিদ্রুত সংস্কার করে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন : ডা: তাহের
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ১৪ নভেম্বর ২০২৪, ০২:১৪
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, ‘এই সরকারকে আমরা-আপনারা বসিয়েছি। আমরা যেভাবে আশা করেছিলাম, বসার পর চেয়ার পেয়ে তারা একটু এদিকে-ওদিক করতেছে, নড়তেছে। এটাই বোধ হয় মানুষের স্বভাব। ক্ষমতায় থাকলে হুঁশ থাকে না। আপনারা হুঁশের সাথে চলুন, ভুল করবেন না। যে ভাইদেরকে উপদেষ্টা বানিয়েছেন, একটা নাচে। তার বউ শেখ হাসিনার মতো করে অভিনয় করেছে। এসব নর্তকি-ভর্তকির জামাই দেবর উপদেষ্টা থাকতে পারবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি দিয়েছে, আমি তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমার দল বলেছে, আগে কিছু সংস্কার লাগবে। আমরা নির্বাচন কমিশনের সংস্কার চাই। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই। অতিদ্রুত এসব সংস্কার সাধন করে প্রয়োজনীয় সময়ের মাঝে নির্বাচন করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।
মঙ্গলবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বশকরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন ঢাকার মদিনাতুল উলুম মাদরাসার প্রধান মুহাদ্দিস ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার। প্রধান আলোচক ছিলেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আবু নসর আশরাফী। কংশনগর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমাদ মজুমদারের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, বর্তমান আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, উপজেলা ওলামা পরিষদের সভাপতি সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির হাসান মজুমদার। ইমাম হোসেনের উপস্থাপনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দূর-দূরান্ত থেকে আগত জামায়াত-শিবির নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ময়নামতি সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।
জাতিকে কলঙ্কমুক্ত করতে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করুন : ফখরুল ইসলাম
সিলেট ব্যুরো জানায়, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী-বাকশালীরা সব রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। তারা দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছিল। শুধু তাই নয়, গদি হারানোর ভয়ে তারা মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল। সর্বোপরি তারা দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনে বাকশালীদের লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছে। তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। জাতিকে কলঙ্কমুক্ত করতে ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বুধবার বিকেলে সিলেট মহানগরীর কোতোয়ালি পশ্চিম থানা জামায়াতের নতুন সেশনের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগরী নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতি আলী হায়দার প্রমুখ।
সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২৫-২৬ সেশনের জন্য মহানগরীর কোতোয়ালি পশ্চিম থানা জামায়াতের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে থানাগুলোর নতুন কমিটি ঘোষণা করেন মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
মহানগরীর কোতোয়ালি পশ্চিম থানায় মু. আজিজুল ইসলাম আমির, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম নায়েবে আমির, পারভেজ আহমদ সেক্রেটারি নির্বাচিত হন।
কাফরুলে দাওয়াতি সভা
দেশ ও জাতির ক্রান্তিকালে এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে দেশের শ্রমজীবীরা অতীতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন; সে ধারাবাহিকতায় ইসলামী সমাজ বিনির্মাণে দেশের শ্রমিক সমাজকে প্রতিটি ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গতকাল রাজধানীর কাফরুলে ইব্রাহিমপুর ঈদগাহ রোডে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল দক্ষিণ থানা আয়োজিত শ্রমজীবী দাওয়াতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু নাহিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এইচ এম আতিকুর রহমান। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির নাজমুল হাসান খান, মুফতি মাসুদুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য বোরহান আলী, শামসুর রহমান খান, সেলিম উদ্দিন খলিফা ও ওয়াহিদুর রহমান তপন প্রমুখ। সভায় সসাস ও সন্দিপনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।