১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্বার্থপরের মতো পালিয়ে গেছেন হাসিনা : রিজভী

-

সঙ্গী-সাথী ফেলে শেখ হাসিনা স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কয়েক দিন আগে তারা শহীদ নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি উথাল-পাতাল করে দেবে, ওই দিন আমাদের দলের নেতাকর্মীরা কয়েকটি মিছিল করেছে, ওদের মতো মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারা দেয়নি, তারপরও তো ওদের কোথাও দেখা যায়নি। কই যুবলীগ, কই ছাত্রলীগ? শেখ হাসিনা তাদের লুটপাটের জন্যই তৈরি করেছিলেন। হাসিনা তার নেতাকর্মীদেরকে বলেছিলেন, তোরা যত পারোস লুটপাট কর, কিন্তু বিএনপিকে বের হতে দিবি না, বের হলেই হায়েনার মতো ঝাঁপিয়ে পড়বি। এটাই ছিল শেখ হাসিনার নীতি। তার পরিণাম যা হওয়ার তাই হয়েছে। সঙ্গী-সাথী ফেলে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা।
গতকাল বুধবার রাজধানীর বনানীতে ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় জুলাই গণ-আন্দোলনে চোখ হারানো, চোখে ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষুসেবার উদ্দেশ্যে প্রখ্যাত বিশেষজ্ঞদের সমন্বয়ে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, হাসিনা শুধু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি শেখ হাসিনা ২০০৯ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছে সেই চুক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুন। তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন তার প্রমাণ তো আমরা দেখতে পাই। তিনি বলেন, আদানি বলে ভারতের একটা কোম্পানির সাথে বিদ্যুতের চুক্তি করেছে অত্যন্ত অসম চুক্তি, অত্যন্ত অন্যায় চুক্তি। তিনি আদানির সাথে চুক্তি করেছিলেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। কেননা তাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি তাকে অর্থায়ন করবে। জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা আদানির সাথে কোনো চুক্তি করেননি। না হলে আদানি কেন হুমকি দিবে? রিজভী বলেন, শেখ হাসিনার কোনো দেশপ্রেম ছিল না। তার ছিল ভারতপ্রেম।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আপনাদের সমস্ত গণতান্ত্রিক দল, ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে কিন্তু আমরা এখনো দেখতে পাই স্বাস্থ্য বিভাগে যারা অন্যায় করেছেন দীর্ঘদিন তারা এখনো বহাল রয়েছে। এটা একটা টেকনিক্যাল খাত, এখানে ডাক্তার যিনি হবেন তার যোগ্যতা দিয়ে হবেন, তিনি ভালো ডাক্তার কিনা উন্নতমানের চিকিৎসক কিনা সেটা আওয়ামী লীগ বিবেচনা করেনি। কোন ডাক্তারের বাবা, চাচা, মামা, শ্বশুর যদি বিএনপি করত তাদের কোনো পদোন্নতি হয়নি, কোথাও পদায়ন হয়নি। স্বাচিপ নামে তাদের একটি সংগঠন আছে, এখনো স্বাস্থ্য অধিদফতর ওই স্বাচিপের চিকিৎসকদের ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদের পদায়ন করা হচ্ছে। এগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার না দেখে বিপদ তো তাদেরও হবে আমাদেরও হবে।

রিজভী বলেন, আমরা বলেছি যে মার্কেটগুলো এখনো আওয়ামী সিন্ডিকেটের কাছে, বাজারগুলো এখনো তাদের সিন্ডিকেটের কাছে। আপনারা কি তাদের একজন লোককেও ধরেছেন? অথচ আপনারা শুল্ক কমিয়েছেন তারপরও পেঁয়াজের দাম কমে না, আলুর, চিনির দাম কমে না, আটার দাম কমে না, সয়াবিন তেলের দাম কমে না; কারণ এগুলো ইমপোর্ট করতে হয়। দাম কমানোর জন্য আপনারা শুল্ক কমিয়েছেন, তারপরও কি দাম কমছে? কমছে না। কারণ সিন্ডিকেটবাজদের আপনারা গ্রেফতার করতে পারেননি। এই বিষয়গুলো আপনারা যদি না দেখেন ফ্যাসিস্টরা নানাভাবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সাংবাদিক মাসুদ কামাল, বিএনপির সহ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে চাই : তারেক রহমান পরকীয়ার জেরে খুন হন শিল্পপতি মাসুম, বান্ধবী গ্রেফতার ইন্দুরকানীতে তাফসির মাহফিলে সাঈদীর মামলার স্বাক্ষী সুখরঞ্জন বালি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরানে জাতিসঙ্ঘের পরমাণু প্রধান সরিষাবাড়ীতে গোসল করতে নেমে আনসার সদস্যের মৃত্যু বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন ‘অন্তর্বর্তী সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে’ চলমান সংস্কারের সাথে বিএনপির ৩১ দফার মিল আছে : মির্জা ফখরুল খাগড়াছড়ির উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কারাগারে সাংবাদিকদের ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা ইউএনও ইলোরার পেশাদার সাংবাদিকদের সুরক্ষায় কাজ করছে অন্তর্বর্তী সরকার : এম আব্দুল্লাহ

সকল