১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিয়ানমারের দুই-তৃতীয়াংশ এলাকা প্রতিরোধ গোষ্ঠীর নিয়ন্ত্রণে

-

মিয়ানমারের জান্তা সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে যেসব নাগরিকদের জোরপূর্বক ধরে নিয়ে গেছে তাদের অনেকেরই খোঁজ পাচ্ছেন না স্বজনরা। সেনাদের মাধ্যমে নিয়োগের পর মিয়ানমারের নাগরিকদের অনেকে মারা গেছে, পালিয়ে আত্মগোপনে আছে কিন্তু তাদের স্বজনরা জানতে পারছেন না প্রকৃত অবস্থা কী। বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে দশকের পর দশক ধরে সামরিক শাসন ও একনায়কতন্ত্রের বেড়াজালে আটকে থাকা মিয়ানমারের সাধারণ মানুষের ভয়ঙ্কর কাহিনী। চাউ সু (ছদ্মনাম) তাদেরই একজন। চাউ সু তার স্বামীকে শেষবার দেখেছিলেন গত মার্চ মাসে, যখন তাকে জোরপূর্বক মিয়ানমারের গৃহযুদ্ধে সেনাবাহিনীর হয়ে লড়াই করার জন্য নিয়োগ করা হয়েছিল। চার মাস পরে, তিনি জানতে পারলেন যে তাকে সামনের সারিতে হত্যা করা হয়েছে। চাউ সু বলেন, আমার স্বামীকে জোর করে নিয়োগ করা হয়েছিল। কয়েক মাস পরে তিনি মারা যান। আমরা সবসময় দরিদ্র ছিলাম এবং সংগ্রাম করতাম, কিন্তু তার সাথে জীবন অনেক বেশি সহনীয় ছিল।
২৫ বছর বয়সী বিধবা, চাউ সু তার স্বামীর ওপর নির্ভরশীল ছিলেন, তার এখন দেখাশোনা করার জন্য তিনটি ছোট বাচ্চা রয়েছে। গত ফেব্রুয়ারিতে, মিয়ানমারের জান্তা ১৮ থেকে ৩৫ বছর বয়সী সকল পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী মহিলাদের দুই বছর পর্যন্ত বাধ্যতামূলক চাকরিতে নিয়োগ দিতে শুরু করে। জান্তা একাধিক ফ্রন্টে স্বেচ্ছাসেবক জনগণের প্রতিরক্ষা বাহিনী (পিডিএফ) এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোসহ বিভিন্ন বিদ্রোহী গ্রুপের সাথে লড়াই করছে, যা পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নিয়েছে।
গত বছর জান্তা সরকারকে বিদ্রোহীরা অনেকটাই কোণঠাসা করে ফেলে। বিদ্রোহীরা কার্যত সামরিক সরকারকে ব্রেকিং পয়েন্টে ঠেলে দিয়েছে। মিয়ানমারের দুই-তৃতীয়াংশ এলাকা জুড়ে কয়েক দশক ধরে সামরিক শাসন ও দমনপীড়ন চললেও তা এখন প্রতিরোধ গোষ্ঠীর নিয়ন্ত্রণে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন মিয়ানমারের সার্বিক পরিস্থিতি গৃহযুদ্ধকে আরো বাড়িয়ে তুলতে পারে।
চাউ সু বলেন, এপ্রিলে প্রথম প্রশিক্ষণ শুরু হয়। জুলাই মাসে তার স্বামী ফোনে জানান, তাকে কারেন রাজ্যে মোতায়েন করা হয়েছে, যেখানে জান্তা এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে তীব্র লড়াই চলছিল। তিনি বলেছিলেন যে তাকে দুই সপ্তাহের জন্য ফ্রন্টলাইনে পাঠানো হবে এবং তিনি যখন ফিরে আসবেন তখন তিনি আমাকে কল করবেন, চাউ সু বিবিসিকে বলে, এটি ছিল তার কাছ থেকে আমার প্রথম এবং শেষ বার্তা। জুলাই মাসের শেষের দিকে একজন সামরিক অফিসার ফোন করে চাউকে জানান যে তার স্বামী মারা গেছেন।
অন্য অনেকের মতো, চাও সুকে তার স্বামীর সেবার জন্য বেতন দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, কিন্তু তিনি দাবি করেছিলেন যে তার স্বামী যখন প্রথম চাকরিতে ভর্তি হয়েছিল তখন তিনি গ্রামের কর্মকর্তার কাছ থেকে ৭০ হাজার কিয়াট (প্রায় ২১ ডলার) পেয়েছিলেন। কিন্তু প্রাথমিক অর্থ প্রদানের পরের মাসগুলো কোনো আর্থিক সহায়তা ছাড়াই চলে গেল।

সামরিক বাহিনী বলেছে যে চাকরিতে মারা গেলে পূর্ণ পদমর্যাদার সৈন্যদের মতোই নিয়োগপ্রাপ্তরা বেতন এবং ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। তবে জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন বিবিসিকে বলেছেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকলে বিলম্ব হতে পারে’।
মিয়ানমারজুড়ে, নিয়োগপ্রাপ্ত সৈন্যরা- প্রায়ই অপ্রশিক্ষিত এবং অপ্রস্তুত- সামান্য সমর্থনসহ সঙ্ঘাতপূর্ণ অঞ্চলে তাদের পাঠানো হয়। তাদের পরিবারগুলো প্রায়ই তাদের অবস্থান সম্পর্কে অন্ধকারে থাকে। সোয়ে সোয়ে আয়ে, ষাটের দশকের একজন বিধবা, তার ছেলের কাছ থেকে কোন কথা ছাড়াই তাকে রেখে গেছেন, সে ছয় মাস আগে চাকরিতে ভর্তি হয়েছিল। তিনি বলেছেন যে তার সেনাবাহিনীতে চাকরি করার কোনো ইচ্ছা ছিল না। সোয়ে বলেন, [আমার ছেলে] তার মাকে খাওয়ানোর জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিল, অশ্রুসিক্তভাবে আরো বলেন, ‘আমি তাকে যেতে দেওয়ার জন্য দুঃখিত।’
সোয়ে এখন, খারাপ স্বাস্থ্যের সাথে লড়াই করছেন এবং তাদের পরিবারকে সাহায্য করার জন্য তার ছোট মেয়ের ওপর নির্ভর করছেন। তবে তিনি আশাবাদী থাকার চেষ্টা করছেন। আমি শুধু আমার ছেলেকে দেখতে চাই। এর মুখোমুখি হওয়ার মতো শক্তি আমার নেই।‘আমি সেনাবাহিনীকে আরও ঘৃণা করতাম’।
অনেক তরুণ বার্মিজ নিয়োগের আদেশ প্রতিরোধ করার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে। বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের ২০ বছর বয়সী কান হতু লুইনকে আরো ৩০ জনের সাথে তিন মাসের জন্য নিয়োগ দেয়া হয়েছিল এবং প্রশিক্ষণ দেয়া হয়েছিল।
তিনি বলেছেন যে প্রশিক্ষণটি ছিল নিষ্ঠুর এবং তাদের হুমকি দেয়া হয়েছিল যে কেউ পালানোর চেষ্টা করলে তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হবে। কিন্তু প্রশিক্ষণের পরে, আমি সেনাবাহিনীকে আরো ঘৃণা করি, যেমনটি বলছিলেন কান। পূর্বাঞ্চলে ফ্রন্টলাইনে যাত্রা করার সময়, কান হটু তাদের কনভয় অর্ধেক পথ থামলে অন্য দু’জনের সাথে পালানোর সুযোগ নেন। বলেন, অন্ধকার হয়ে গেলে আমরা দৌড়ে যাই, যখন তারা নিরাপত্তা পরীক্ষায় ব্যস্ত ছিল। আমরা রাত না হওয়া পর্যন্ত থামিনি, একপর্যায়ে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমরা পালা করে ঘুমিয়েছিলাম এবং একে অপরকে পাহারা দিয়েছিলাম।
ভোরবেলা, তিন যুবক একটি ট্রাক চালকের কাছ থেকে যাত্রা করে দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি জনপদ অং বানে পৌঁছেছিল। এখানে, কান হটু পিডিএফ-এ যোগদান করেন, এটি অনেক প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে একটি যেটি আরো বেশি তরুণ হিসাবে বেড়ে উঠছে, তারা সামরিক জান্তার প্রতি মোহভঙ্গ হয়ে অস্ত্র তুলে নিয়েছে।
অন্য দুই ব্যক্তি বর্তমানে আত্মগোপনে রয়েছে, কান হটু বলেছেন। নিরাপত্তার কারণে, তিনি এখন কী করছেন তা প্রকাশ করতে চান না। অনেক মহিলারাও বিদ্রোহীগোষ্ঠীতে যোগ দিচ্ছে। ইয়াঙ্গুনের ২০ বছর বয়সী জুয়ে জুয়ে, পিডিএফগুলোর একটি ইউনিট স্পেশাল অপারেশন ফোর্সে যোগ দিয়েছেন। তার স্বপ্ন ছিল চীনা ভাষার অনুবাদক হওয়া। বিবিসিকে তিনি বলেন, এখন আমার লক্ষ্য সামরিক একনায়কত্বের এই যুগের অবসান ঘটানো এবং আমাদের প্রজন্মের জন্য শান্তি প্রতিষ্ঠা করা। জুয়ের মতো অনেক তরুণ দেশ ছেড়ে পালিয়ে যেতে সমর্থ হয়েছে।
প্রকৌশলী মিন মিন থাইল্যান্ডে চলে গেলেন যখন নিয়োগ শুরু হয়। তিনি এখন একটি শিক্ষা ভিসায় সেখানে অবস্থান করছেন, কিন্তু দাবি করেছেন যে তিনি ব্যাংককে তার যোগ্যতা অনুসারে উপযুক্ত আইনি কাজ খুঁজে পেতে সংগ্রাম করছেন। মিন মিনের মতো থাইল্যান্ডে পালিয়ে আসা অনেকেই স্বল্প বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। কারণ থাই কর্তৃপক্ষও অবৈধ অভিবাসীদের ধরতে কঠোর হয়েছে, এবং ধরা পড়লে অনেকেই এখন নির্বাসনের মুখোমুখি হচ্ছে।


আরো সংবাদ



premium cement
বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা ২৮ অক্টোবর মানুষ হত্যার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল : রফিকুল ইসলাম কুমিল্লায় এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩১ জনের ‘বন্ধু রাষ্ট্রের সমালোচনা করা যাবে না, সংবিধানের বিষয়টি এখন উন্মুক্ত করা দরকার' ৩ লাখ ২৭ হাজার টন চাল আমদানির অনুমোদন ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে চাই : তারেক রহমান পরকীয়ার জেরে খুন হন শিল্পপতি মাসুম, বান্ধবী গ্রেফতার ইন্দুরকানীতে তাফসির মাহফিলে সাঈদীর মামলার স্বাক্ষী সুখরঞ্জন বালি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরানে জাতিসঙ্ঘের পরমাণু প্রধান সরিষাবাড়ীতে গোসল করতে নেমে আনসার সদস্যের মৃত্যু বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনালের উদ্বোধন

সকল