১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে বৈঠক

নানা বেশে অস্তিত্ব বিলীন আ’লীগ রাজনীতিতে ফিরতে চায় : আমীর খসরু

সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত -

সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো গতকাল সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। অন্যদিকে ডেরেক লোর সাথে ছিলেন হাইকমিশনের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারাই ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ নানা বেশ ধরে রাজনীতিতে সক্রিয় হতে চায়। যখন দেশের মানুষ তাকে বিতাড়িত করে, তখন থেকে একেক সময় একেক কাভারে তিনি আসতে চান। কোনো কোনো সময় হিন্দু-মুসলিম ইস্যুটা নিয়ে, কিছু সময় হিন্দুদের ওপরে নির্যাতনের চিত্র নিয়ে আসছেন। আবার এখন ট্রাম্পের (নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) চিত্র আসছে। আসলে তারা কোনো একটা বেশে আবার দেশের মধ্যে আসতে চাচ্ছে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিক ভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে।

আমীর খসরু আরো বলেন, ট্রাম্পের বেশে কেনো আসতে হবে, হিন্দুদের অত্যাচারের বেশে কেনো আসতে হবে। কেনো তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছালো। এটা তারা নিজেরাই প্রমাণ করেছে, তাই না। আমি বলতে চাই, বিভিন্ন সময়ে বিভিন্ন মোড়কে আসার চেষ্টা হচ্ছে। যারা রাজনৈতিকভাবে ব্যানক্রাফট হয়ে গেছে তারা বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে। একটা আবহাওয়া সৃষ্টির চেষ্টা করার করছে।
তিনি বলেন, সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তারা বিশ্বাস করে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বিনিয়োগসহ যেসব বিষয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে। তারা মনে করে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে সেই সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়, তারা এও মনে করে, একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেয়া সম্ভব না। দক্ষ শ্রমশক্তি কিভাবে আমরা সেখানে (সিঙ্গাপুরে) পাঠাতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সিঙ্গাপুরে প্রচুর নার্স দরকার, অন্যান্য ক্ষেত্রে স্কিল ওয়ার্কার নিতে তাদের উৎসাহ আছে। আমাদের শ্রমশক্তিকে আরো স্কিল করার জন্য সিঙ্গাপুর বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে বিনিয়োগ করতে চায়, টেকনিক্যাল সহযোগিতা দিতে চায়।
বিএনপির এই নেতা বলেন, সিঙ্গাপুরে বন্দর ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ। তারা আমাদের দেশের বন্দরগুলো কার্যকর করতে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে। স্বাস্থ্য, শিক্ষা, জাহাজনির্মাণ শিল্পেও সিঙ্গাপুর সহযোগিতা করতে চায়, এনার্জি ও ফাইন্যান্সিয়াল সেক্টরেও তারা কাজ করার কথাও বলেছে।

 


আরো সংবাদ



premium cement
তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে যা বললেন ট্রাম্প সার আমদানির এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক খুলনায় ডিবি সদস্যদের ওপর হামলা, আহত ৩ বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ডিএসই সূচক ৬৪.৭৩ পয়েন্ট বেড়েছে বিদেশে আসিফ নজরুলকে হয়রানি : জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার শিবালয়ে বিআইডব্লিউটিএয়ের ড্রেজার পাইপে আগুন আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় মিলেছে কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ উদ্ধার

সকল