জেলায় জেলায় বিএনপির অবস্থান কর্মসূচি
- নয়া দিগন্ত ডেস্ক
- ১১ নভেম্বর ২০২৪, ০১:৩১
স্বৈরাচার আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্য রুখতে বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল দলটি বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, পথসভা করেছে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল সকাল থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট মোগড়াপাড়া চৌরাস্তা ও কাঁচপুরে অবস্থান কর্মসূচি পালন করেন সোনারগাঁও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়াও উপজেলার ছাত্র-জনতা কাঁচপুরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে। গতকাল রোববার মহাসড়কের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা অবস্থান নিয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে স্লেøাগান নিয়ে মিছিল করে। কাঁচপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাঁচপুর বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমির নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ ছাড়াও পিরোজপুর, সাদিপুরের নয়াপুর, জামপুরের এশিয়ান হাইওয়ের তালতলা ও বস্তল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে।
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগের নৈরাজ্য জনগণ ভুলে যায়নি। রাজপথে এবার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আওয়ামী লীগকে সমুচিত জবাব দেয়া হবে।
আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে গতকাল রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় চেরাগ আলী এলাকায় অবস্থান কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এ সময় আরো বক্তব্য দেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সভাপতি এ জি এস সাজেদুল ইসলাম, মহানগর তাঁতী দলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারি, স্বেচ্ছাসেবকদল নেতা রাতুল ভূঁইয়া, মহানগর ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম হৃদয়, মেহেদী হাসান, মো: রুমন প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীর দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে এবং তাদের অপতৎপরতা রুখে দিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। গতকাল দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমুখ।
শেকৃবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
শেকৃবি প্রতিনিধি জানান, বিক্ষোভ মিছিল করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গতকাল এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে শেকৃবি শাখা ছাত্রদল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অবস্থান কর্মসূচি গতকাল দুপুর ১২টা থেকে শুরুর নির্দেশনা থাকলেও শেকৃবি ছাত্রদল কর্মসূচি শুরু করে ৯ নভেম্বর রাত থেকেই। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট, কলেজগেটসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয়।
এ সময় শাখা ছাত্রদল সেক্রেটারি মো: আলমগীর কবির বলেন, ‘এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেন প্রবেশ করতে না পারে সে জন্য জাতীয়তাবাদী ছাত্রদল তথা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা জাগ্রত।
সিলেট ব্যুরো জানায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্র করছেন। যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মী ও দেশবাসী সর্বদা সজাগ রয়েছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে, অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। এখানে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ সুযোগ পাবে না। বিগত ১৭ বছরে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ দেশের সব রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। তারা দেশকে করেছিল একটি মাফিয়া রাষ্ট্র।
স্বৈরাচারী শেখ হাসিনা ভিডিওবার্তাসহ বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার সিলেট মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পরবর্তী চৌহাট্টা পয়েন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, আমির হোসেন, আব্দুল হাকিম, সাদিকুর রহমান সাদিক, আব্দুর রহিম মল্লিক, আফজল হোসেন, জাহাঙ্গীর আলম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম তারেক কালাম, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা