০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

সড়কে নিহত হলেন ৫ যুবকসহ ৭ জন

-


চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই যুবক নিহত হয়েছেন। মৌলভীবাজারের কমলগঞ্জে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সাতকানিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে একজন। নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরেক যুবক মারা গেছেন। রংপুরের পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শরীয়তপুরে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, দেশের দ্বিতীয় দীর্ঘতম চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১২টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজারমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা মো: মোক্তার (২৮) ও মো: রুবেল (৩৬)।
জানা গেছে, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজারমুখী লেনে দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা খেলে দুই আরোহীর একজন ছিটকে পড়ে রাস্তায়, আরেকজন খুঁটিত আটকে যায়। দুইজনই ঘটনাস্থলে মারা যান।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হামদান সোহান (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
গতকাল সকালে মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের চৈত্রঘাট ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদের ছেলে। সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। এ সময় গুরুতর আহত হয়েছেন নাছির মিয়া (১৭) ও মিনহাজ মিয়া (১৮)। তারা দু’জনই মৌলভীবাজার সদর থানার মুসলিম কোয়ার্টারের বাসিন্দা।

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় একটি পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম মো: তানিম হোসেন (১৫)। সে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ঢেমশা কানুর মার বাড়ি এলাকার কোরবান আলীর ছেলে। গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার খুনি বটতল নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ট্রাকের চালক আলমগীর হোসেনকে আটক করে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাগর আলী (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ঝুট ট্রাক থেকে নামানোর প্রস্তুতিকালে একই ট্রাকের হেলপার সাগর আলী চাকার নিচে পড়ে পিষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রামেকে পৌঁছানোর আগেই সাগর মারা যায় বলে জানা গেছে।
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল রংপুর-ঢাকা মহাসড়ক পীরগঞ্জের জামতলা নামক স্থানে মোটরসাইকেলে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন এক যুবক।

নিহত ওই যুবকের বাড়ি রংপুর সদরের হাজিরহাটে। নিহত ওই যুবকের নাম রতন কুমার দে (৩৬)। তার বাবার নাম জিতেন কুমার দে।
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরের সখিপুরে অটোরিকশা চাপায় হুমায়রা নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। হুমায়রা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মতিখার কান্দি গ্রামের সৌদি প্রবাসী ফারুক কাজীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়রা স্থানীয় কাজী বাড়ি সাইফিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো আজো সে মাদরাসা ছুটির পর বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পরে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এরপর স্থানীয় ও স্বজনরা তাকে দ্রুত নিকটবর্তী চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল