যথাসময়ে দেশে ভোট গ্রহণ হবে : ধর্ম উপদেষ্টা
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:২৪
ধর্ম উপদেষ্টা, ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনসভায় আলেম, এলমে দ্বীনের খেদমতের জন্য আলেম, রাজনীতির ময়দানে আলেম, আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্যও আলেমদের অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, নির্বাচন কমিশনার নিয়োজিত হচ্ছে, ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে, যথা সময়ে ভোট অনুষ্ঠিত হবে। তিনি আক্ষেপ করে বলেন, বিগত ১৫-১৬ বছর জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, এক দিকে ভোট গ্রহণ চলছে, অন্য দিকে ভোটারগণ চায়ের দোকান বসে চা খেয়েছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমরা এমনভাবে এগোচ্ছি জনগণ যাতে নিরপেক্ষ নিরবচ্ছিন্ন সুষ্ঠু অবাধ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা যদি ব্যর্থ হই তাহলে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। ভাই আমরা সবার কাছে বিনীতভাবে সহযোগিতা কামনা করছি।
গতকাল আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির ১১৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়বের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথি আরো বলেন, একটি নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছি। ইনশাআল্লাহ আগামীতে নির্বাচনের মাধ্যমে যারা এই রাষ্ট্র পরিচালনার আসবেন তাদের হাতেই আমরা দায়িত্বভার অর্পণ করব। ইসলামী মহাসম্মেলনে অন্যান্য আলেম-ওলামা একরামদের মধ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আল্লামা ইলিয়াস গুম্মান সাহেব পাকিস্তান, আমিরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনায়েদ আল হাবিব, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি মোহাম্মদ আলী, মুফতি আজিজুল হক প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা