পরিচ্ছন্ন কর্মীদের বেতনের অর্ধেক টাকা লোপাট করত আ’লীগের কাউন্সিলররা : চসিক মেয়র
- চট্টগ্রাম ব্যুরো
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:২৪
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর যারা ছিলেন তারা ওয়ার্ডে পরিচ্ছন্নকর্মীদের নামে ১৫-১৬ হাজার টাকা বেতন নিত। আর সেসব প্রত্যেক কর্মীকে ৭/৮ হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকিটা তারা (কাউন্সিলর) লোপাট করেছে। আবার এসব পরিচ্ছন্নকর্মীর অনেকেই আওয়ামী লীগের, যুবলীগের তাদের এখন পরিচ্ছন্ন কাজে দেখাও যায় না।
তিনি গত বৃহস্পতিবার রাতে নগরীর ওয়াজেদিয়া মাদরাসা মাঠে মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ওয়াজেদ আলী খান ও মাওলানা আতিকুল্লাহ খানের বার্ষিক ইছালে ছওয়াব ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমি বলতে চাই যারা পরিচ্ছন্নকর্মী আছেন, তারা যদি নগর পরিচ্ছন্নের কাজ না করেন তাদের বাদ দিয়ে নতুন নগর পরিচ্ছন্নকর্মী নেয়া হবে। যারা প্রত্যেকটা ওয়ার্ডকে পরিষ্কার রাখবেন। নালা নর্দমা পরিষ্কার রাখবেন।
ওয়াজেদিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাহেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান হেলালী, কুমিল্লা ওয়াজেদিয়া খানকার সভাপতি আব্দুল হক। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা শামসুল আলম, জিএম আইয়ুব খান, ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, আবদুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বেলালসহ বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ ও ওলামায়ে কেরামগণ।
চট্টগ্রাম সিটি করপোরেশনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চান মেয়র ডা: শাহাদাত
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালুসহ নানা পদক্ষেপ নেয়ার পাশাপাশি জনগণের সহায়তা চেয়েছেন। গতকাল শুক্রবার দক্ষিণ খুলশী সিটি করপোরেশন ভিআইপি হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করার পর স্থানীয় জনগণের সাথে মতবিনিময়কালে এ সহায়তা চান মেয়র। মেয়র আরো বলেন, তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চান। তিনি জনগণকে উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলেন এবং কোনো অনিয়ম লক্ষ করলে তা সরাসরি মেয়রকে জানাতে বলেন।
দক্ষিণ খুলশী চসিক জামে মসজিদ কমিটির সভাপতি মো: ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি’র নেতাদের মধ্যে একরামুল করিম, এম এ আজিজ, ইয়াছিন চৌধুরী লিটন, গাজি সিরাজ উল্লাহ, মো: কামরুল ইসলাম, ডা: বেলায়ত হোসেন ঢালী, ডা: সরওয়ার আলম, মেয়রের রাজনৈতিক সচিব মারুফুল হক চৌধুরী, দক্ষিণ খুলশী সিটি করপোরেশন ভিআইপি হাউজিং সোসাইটির নেতাদের মধ্যে শাহেদ সরোয়ার, সৈয়দ মোরশেদ আলম, রেজাউল করিম আজাদ, আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী ফয়েজুল ইসলাম, ডা: মো: জাহাঙ্গীর প্রমুখ এবং বিএনপি দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
ডা: শাহাদাতকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা
চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হওয়ায় ডা: শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর নসিমন ভবনে এই শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজি সবুজ, সদরঘাট থানা আমির এম এ গফুর, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, সেক্রেটারি আব্দুল হান্নান, কোতোয়ালি থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, জামায়াত নেতা আবদুল্লাহ রাসেল প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা