১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

দুই শিশু সহোদরসহ নিহত ৫ আহত ৩

-

মানিকগঞ্জের সিঙ্গাইর, কুমিল্লার দেবিদার ও লক্ষ্মীপুর জেলা সদরে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু ভাই-বোনসহ পাঁচজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে পিকাপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টায় জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিঙ্গাইর উপজেলার ইতরা গ্রামের নূর হোসেনের ছেলে মো: বাঁধন(১৮) এবং সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। এ সময় গুরুতর আহত হয়েছেন ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেন (১৭)।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, নানার বাড়ি বেড়াতে যাবে দুই ভাইবোন। আনন্দের যেন শেষ নেই। তাই বাবার সিএনজিচালিত অটোরিকশাতে করেই নানার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। চালকের আসনে ছিলেন বাবা আর যাত্রী দুই ভাইবোন। কিন্তু বেশি দূর স্থায়ী হলো না ছোট্ট দুই শিশুর আনন্দযাত্রা। হঠাৎ তাদের অটোরিকশাকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। আর সেখানেই দুই শিশুর আনন্দভ্রমণ রূপ নেয় অন্তিম যাত্রায়।
গত বৃহস্পতিবার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছগুরা এলাকায়। এতে চালকের আসনে থাকা বাবার অবস্থাও আশঙ্কাজনক। তাকে ময়নামতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি ছিটকে পরে। এতে ঘটনাস্থলে জুনায়েদ মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে ফাহিমাও মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, জুনায়েদ ও ফাহিমাকে মাদরাসা থেকে নিয়ে তাদের বাবা নিজেই সিএনজিটি চালিয়ে তাদের নানীর বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামে যাচ্ছিলেন। ছগুরা এলাকায় পৌঁছলে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস অন্য অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সিএনজিটিকে চাপা দেয়।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালক আবু তাহের (৫০) নিহত ও আহত হয়েছেন সুমন হোসেন নামের এক ব্যক্তি। গতকাল ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দির আজিজ উল্যাহর ছেলে। আহত সুমনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জেলার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: অরূপ পাল।

 


আরো সংবাদ



premium cement
বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেনের ‘লিজ বাতিল’ সাও পলোতে প্রথম গ্লোবাল সাউথ মিডিয়া ফোরাম শুরু জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন জার্মানিতে চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসিইউয়ের অর্থ পরিশোধে কমেছে রিজার্ভ বিচারব্যবস্থা বিনির্মাণে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধির আহ্বান প্রধান বিচারপতির পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে শান্তর বদলে দিপু চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে ভয়াবহ আগুন সেনাবাহিনী প্রধানের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

সকল