০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

শরীয়তপুরে পাটের গুদামসহ ১৫ প্রতিষ্ঠান পুড়ে গেছে

শরীয়তপুরে গোসাইরহাট বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাটের গুদাম : নয়া দিগন্ত -

শরীয়তপুরের গোসাইরহাট বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাটের গুদামসহ ১৫ ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামাল, আসবাবপত্রসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল ১টার দিকে গোসাইরহাট বাজারের কাঠপট্টিতে এ অগ্নিকাণ্ডে ঘটে। ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাজারের কাঠপট্টি এলাকার মোতালেব বেপারীরর পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের পাটের গুদামসহ অন্য কয়েকটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এর আগেই বাদল ডাকুয়া, সাবুল দাস ও বাচ্চু আকনের পাটের গুদামসহ ১৫টি ছোট-বড় পাটের গুদাম পুড়ে ছাই হয়ে যায়। এসব গুদামে পাট ছাড়াও সরিষা, সয়াবিন, কালোজিরা ও মরিচ রাখা ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহায়তাসহ বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
মকবুল ঢালী নামে গোসাইরহাট বাজারের ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন, পাট, সয়াবিন, সরিষা, কালোজিরা, মরিচসহ সব পুড়ে গেছে। বাদল ডাকুয়ার ১২শ মণ পাটসহ অন্যান্য ব্যবসায়ীদের প্রায় ৪ হাজার মণ পাট পুড়ে অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ব্যবসায়ীরা রাস্তায় বসে গেছে। সরকারিভাবে ব্যবসায়ীরা সাহায্য না পেলে ঘুরে দাঁড়াতে পারবে না।
গোসাইরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার মিল্টন মন্ডল বলেন, এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারব।
ঘটনাস্থল পরিদর্শন করে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, সরকারিভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করা হবে। বাজারের সিসি ক্যামেরাসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও কাজ করা হবে।


আরো সংবাদ



premium cement
সিরাজ সিকদার-আবু সাইদ হত্যা একই সূত্রে গাঁথা : রাশেদ প্রধান আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগে আলটিমেটাম রাবিতে পোষ্য কোটা বাতিল কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার ২০২৫ সেশনের জন্য ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচির পদ স্থগিত দুই জেলায় বিএনপির কমিটি বিলুপ্ত, একটিতে স্থগিত সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিবেশগত ছাড়পত্র দেয়া হবে : পরিবেশ উপদেষ্টা রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

সকল