০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রধান বিচারপতির সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

-

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দফতরে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে সারাহ কুক প্রধান বিচারপতির নেয়া বিচার বিভাগের সংস্কারের বিষয়গুলো সম্পর্কে অবহিত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঁঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন হাই কমিশনার। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে, বাংলাদেশের প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের আওতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়ন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ বিচার বিভাগের আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়া, তিনি বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
প্রধান বিচারপতি ব্রিটিশ হাই কমিশনারকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মানবাধিকারের সুরক্ষায় বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ মর্মে আশ্বাস দেন। অনুরূপভাবে হাই কমিশনারও বাংলাদেশের বিচার বিভাগের যুগোপযোগীকরণে উভয় রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।


আরো সংবাদ



premium cement