০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

ধর্ম উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন সাক্ষাৎ : পিআইডি -


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন। গতকাল সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। বাংলাদেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে অস্ট্রেলিয়া সহায়তা করে আসছে। বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক অত্যন্ত নিবিড় ও বন্ধুত্বপূর্ণ। আগামী দিনে দুই দেশের এই সম্পর্ক আরো অটুট ও ঘনিষ্ঠ হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া তিনি বাংলাদেশের উন্নয়নে অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তা কামনা করেন।

ধর্ম উপদেষ্টা অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় ধর্ম মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমগুলো তুলে ধরেন। এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত দুর্গাপূজায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও হাইকমিশনারকে অবগত করান।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে ইমামদেরকে ইতিবাচক ভূমিকা রাখতে অনুরোধ জানান। এ ছাড়া তিনি হালাল সনদের কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।
বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: নায়েব আলী মণ্ডল, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মু: আ: আউয়াল হাওলাদার, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (উন্নয়ন) সৈয়দ সাজ্জাদ হায়দার, ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) লারা এডামস ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
সন্ত্রাসী হামলায় পাটগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক আহত খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান ‘৭ উইকেট’ ছেলেকে উৎসর্গ করলেন তাসকিন ‘কল্যাণরাষ্ট্র গড়তে সেবা দিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে’ সাবেক এমপি কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদের ইন্তেকাল ফরিদপুরে আলতু খাঁন জুট মিলে বয়লার বিস্ফোরণ, আহত ৩ শওকত ওসমান ছিলেন বৈষম্যবিরোধী এবং মানবতা মুক্তির আলোকবর্তিকা তদবির বন্ধে সচিবদের উদ্দেশে তথ্য উপদেষ্টার চিঠি বেরোবিতে ২০ লাখ টাকা অনুদান দিলো রূপালী ব্যাংক পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ উদ্দিন বাংলাদেশে পাচারের জন্য ভারতের ত্রিপুরায় গাজার চাষ

সকল